Huge Discounts: আজই বাড়িতে আনুন Godrej AC, flipkart দিচ্ছে বিপুল ছাড়

Flipkart Offers Big Discounts on Godrej ACs - Buy Now and Save!

প্রচন্ড গরমে নাজেহাল দেশবাসী, আর গরম পড়তে মুড়ি-মুরকির মত বিকজ শুরু করেছে বিভিন্ন নামিদামি কোম্পানির এসি। কারণ এই গরমে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ছাড়া এক মুহূর্ত চলা যায় না। ঠিক সেই কারণে কোনভাবে আর্থিক সঞ্চয় করে বৈদ্যুতিক যন্ত্রাংশের দোকানে সাধারণ মানুষ।

তবে সেখানে গিয়ে অবশ্য চোখ কপালে উঠছে অনেকের, তার কারণ এসির দাম আমরা সকলেই জানি সাধারণত এসির দাম। অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশের তুলনায় অনেকটাই বেশি। একই সাথে বাড়িতে এসে বিদ্যুৎ বিল অনেক ক্ষেত্রেই মাত্র ছাড়াই। তবে বর্তমানে ভারতীয় জনপ্রিয় এই কমার্স সাইট flipkart নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার যার মাধ্যমে আপনি Godrej এর এসি নূন্যতম দামে বাড়ি নিয়ে আসতে পারেন আজই।

   

ভারতীয় বৈদ্যুতিক যন্ত্রাংশের বাজারে দীর্ঘ কয়েক দশম ধরে রাজত্ব করছে এই সংস্থা। একইসাথে দাম কম এবং অন্যান্য সংস্থার তৈরি যন্ত্রাংশের তুলনায় অনেকটাই মজবুত ঠিক সেই কারণেই ভারতের সাধারণ মানুষের মনে জায়গা করে রেখেছে Godrej। বর্তমানে তারা একটি ফাইভ ইন ওয়ান কনভারটেবল এয়ারকন্ডিশনের নিয়ে হাজির হয়েছে যা এক টনের অর্থাৎ আপনার ছোট ঘরকে নিমিষেই ঠান্ডা করতে সক্ষম।

যদিও এই এসির বাজার মূল্য আনুমানিক চল্লিশ হাজার টাকার উপরে কিন্তু flipkart এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে একটি বিপুল ছাড়। যার মাধ্যমে আপনি পেতে পারেন প্রায় ৩১ শতাংশ কম দামে এই এসি টি শুধু তাই নয় সেইসাথে রয়েছে আপনার পুরনো এসি এক্সচেঞ্জ এর সুযোগ। সংস্থার পক্ষ থেকে জানাই গিয়েছে ন্যূনতম ৮০০০ টাকা ছাড় পাওয়া যাবে পুরনো এসি এক্সচেঞ্জ করার ক্ষেত্রে তাই আর দেরি না করে আজই অর্ডার করে ফেলুন Godrej কোম্পানির এই এসি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন