Infinix Hot 30 5g, বাজারে এলো আকর্ষণীয় ফ্ল্যাফশিপ স্মার্টফোন

বর্তমান সময় দাঁড়িয়ে স্মার্ট ফোন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্য নতুন করে বলে দেওয়া দরকার নেই। তাই বর্তমানে স্মার্টফোন প্রায় সকলের বাড়িতেই রয়েছে। বাচ্চার পড়াশোনা…

বর্তমান সময় দাঁড়িয়ে স্মার্ট ফোন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্য নতুন করে বলে দেওয়া দরকার নেই। তাই বর্তমানে স্মার্টফোন প্রায় সকলের বাড়িতেই রয়েছে। বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে বড়দের অফিসের কাজ সবই মুহূর্তের মধ্যে সেরে ফেলা সম্ভব স্মার্টফোনের মাধ্যমে। তাই স্মার্ট ফোন বর্তমান জীবনের একটি অপরিহার্য অংশ।

তবে অনেকেই আছেন যারা সারা বছর খোঁজ চালিয়ে যান কম দামে একটি ভালো স্মার্টফোন কেনার। ঠিক সেরকমই একটি স্মার্ট ফোন লঞ্চ হল ভারতীয় বাজারে। সম্প্রতি Infinix এর পক্ষ থেকে লঞ্চ করা হলো একটি স্মার্টফোন যার দাম স্বাভাবিকভাবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। সংস্থা পক্ষ থেকে জানা গিয়েছে এই স্মার্টফোনটির নাম রাখা হয়েছে Infinix Hot 30 5g।

আপাতত স্মার্টফোনটির দুটি ভেরিয়েন্ট ভারতীয় বাজারে পাওয়া যাবে তার মধ্যে একটি হল 4gb Ram এবং 128gb ইন্টার্নাল মেমোরি অপরটি হল 8gb Ram এবং 128gb ইন্টার্নাল মেমোরি। যার দাম রাখা হচ্ছে মাত্র ১১৫০০ টাকা থেকে শুরু করে ১২৫০০ টাকা পর্যন্ত। ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সাথে আপনি দেখতে পাবেন পাঁচ হাজার এমএইচ এর ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যাটারি। তাছাড়া রয়েছে 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা। এই স্মার্টফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম।