Sunday, December 7, 2025
HomeBusinessআবারও পতন দেশের ইকুইটি মার্কেটে ! বেশ কয়েকটি সূচক রেডজোনে

আবারও পতন দেশের ইকুইটি মার্কেটে ! বেশ কয়েকটি সূচক রেডজোনে

- Advertisement -

ব্যাবসার মাত্রা সর্বদা এক মাত্রায় থাকে না। সেই রখমই আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকের বিশেষ পতন হয়। আর এই পতন হওয়ার পরেই দেখা যায় বেশ কিছু সেক্টর যেমন নিফটি ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, এবং নিফটি সার্ভিস সেক্টরের সূচকে বিশেষ অবনতি দেখা দেয়। তার পরেই এগুলি যথাক্রমে ০.৩৩, ০.৩৩, ০.৩২, এবং ০.০৬ শতাংশে নেমে যায়।

পাশাপাশি আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল,নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকগুলিতে। এগুলি যথাক্রমে ০.২২, ০.৩৭, ০.৩৪, ০.২৫, ০.০৩, ০.৩৮, ১.৬৩, ০.৮০, ০.৪৭, ০.৪২,০.৪৫, ০.১৪, ০.৯৩, ০.২৮, ০.৪১ এবং ০.৩২ শতাংশ ঊর্ধ্বগামী হয়ে নিফটির মাত্রা বৃদ্ধি করে।

   

এ ছাড়াও যারা বিশেষ লাভবান হয়েছে তাদের মধ্যে ঊল্লেখযোগ্য হল রিলায়েন্স পাওয়ার, আভাস ফিনান্সিয়ারস, হোম ফার্স্ট ফিনান্স কোম্পানি, অথম ইনভেস্টমেন্ট, হাডকো, এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং, তেজস নেটওয়ার্কস, অরবিন্দ লিমিটেড, এনবিসিসি, আইআরসিটিসি, টেক্সম্যাকো রেল, কমার্সিয়াল ইঞ্জিনিয়ারিং, লিন্ডে ইন্ডিয়া, ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া, স্নাইডার এবং স্টার্লিং উইলসন সোলারের স্টক ইত্যাদি।

শুধুমাত্র যে লাভবান হয়েছে তা নয় লাভের পাশাপাশি বেশ কিছু ক্ষত্রে ক্ষতি হয়েছে সেই সকল সূচক গুলি মধ্যে ঊল্লখযোগ্য হল পিএনসি ইনফ্রাটেক, আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভলপারস, রতনইন্ডিয়া পাওয়ার, ইন্টারগ্লোব এভিয়েশন, হোনাসা কনজিউমার, অবন্তী ফিডস, ভা টেক ওয়াবাগ, অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ইত্যাদি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular