HomeBusinessCard Network: কার্ডের নেটওয়ার্ক বেছে নেবে গ্রাহকরা

Card Network: কার্ডের নেটওয়ার্ক বেছে নেবে গ্রাহকরা

- Advertisement -

মুম্বই: ব্যাঙ্কের দেওয়া কার্ড যেসব সুযোগ সুবিধাগুলি দিচ্ছে সেগুলি আপনার পছন্দ নাও হতে পারে ৷ বরং এমন কিছু সুযোগ সুবিধা চাইছেন সেটা ওই কার্ডের নেটওয়ার্ক (Card Network) দিচ্ছে না বরং অন্য কোনও কার্ডের নেটওয়ার্ক দিচ্ছে ৷ সেক্ষেত্রে এবার গ্রাহকদের কাছে তাদের কার্ডের ক্ষেত্রে পছন্দ মতো নেটওয়ার্ক বেছে নেওয়ার সুযোগ আসছে ৷ রিজার্ভ ব্যাঙ্ক এবার তেমন ব্যবস্থা করছে ৷ বুধবার দেশের শীর্ষ ব্যাঙ্ক এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে৷ জানানো হয়েছে ছয়মাস পর সেই নির্দেশিকা কার্যকর হবে ৷

ডেবিট ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আরবিআই অনুমোদিত নেটওয়ার্ক হল মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ভিসা, রুপে ও ডাইনার্স ক্লাব। এই সব সংস্থা কার্ডে টাকা মেটানোর বৈদ্যুতিন পরিকাঠামো দেয়। তবে গ্রাহক কোন নেটওয়ার্কের কার্ড ব্যবহার করবেন, তা নির্ভর করে ব্যাঙ্ক ও কার্ড মঞ্জুরকারী আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর। যেহেতু তাদের সঙ্গে চুক্তি হয় কার্ড নেটওয়ার্কগুলির। এই পরিস্থিতি বদলাতে এবার গ্রাহকদের কার্ডের নেটওয়ার্ক বাছাইয়ের সুযোগ করে দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। আরবিআই এবার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাঁচ সংস্থার মধ্যে পছন্দেরটি বাছার স্বাধীনতা গ্রাহককে দিতে হবে।

   

শীর্ষ ব্যাঙ্কের দাবি, দেখা গিয়েছে বহু ক্ষেত্রে নেটওয়ার্কগুলির সঙ্গে মঞ্জুরকারী সংস্থার চুক্তি গ্রাহকের স্বার্থ রক্ষা করছে না। তাই এমন পদক্ষেপ। তবে যে সব ব্যাঙ্ক ১০ লক্ষ বা তার কম ক্রেডিট কার্ড মঞ্জুর করেছে, তাদের ক্ষেত্রে নির্দেশ প্রযোজ্য নয়। যে নেটওয়ার্ক সংস্থা নিজেরা কার্ড আনে, তারাও এর আওতায় পড়ছে না। তবে বিশেষজ্ঞদের দাবি, এই ব্যবস্থায় ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারের শর্ত বা বার্ষিক চার্জ ঠিক করার ক্ষেত্রে নেটওয়ার্কগুলির মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এরফলে লাভবান হবেন গ্রাহকরা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular