Monday, December 8, 2025
HomeBusinessTwitter: বিদায় টুইটুই পাখি...টুইটার এবার ঝিকিমিকি 'এক্স'

Twitter: বিদায় টুইটুই পাখি…টুইটার এবার ঝিকিমিকি ‘এক্স’

- Advertisement -

টুইটারের লোগো পরির্তনের ঘোষণা করেছেন ইলন মাস্ক। রবিবার একটি টুইট করেন মার্কিন ধনকুবের। তিনি বলেছেন, ‘আমরা দ্রুত টুইটারের ব্র্যান্ড এবং ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব।’ ওই টুইটে ইলন মাস্ক আরও বলেছেন, ‘যদি আজ রাতে ভালো একটি এক্স লোগো পাওয়া যায়, তাহলে কাল থেকে পুরো বিশ্বে এটি পরিবর্তন করা হবে।’

মাস্ক সঙ্গে একটি ঝিকিমিকি ‘এক্স’ ছবিও প্রকাশ করেছেন। তবে এটির ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। এছাড়া টুইটারের কাছ থেকেও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

   

ইলন মাস্কের পোস্ট, বরাবরের মতো টুইটার ব্যবহারকারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ আসন্ন পরিবর্তন সম্পর্কে তাদের উত্তেজনা প্রকাশ করেন। একজন ব্যবহারকারী লিখেছেন মাস্কের সিদ্ধান্তকে সাহসী বলে মনে হচ্ছে। বাকস্বাধীনতার জন্য আপনি যা করেছেন তা আমি আপনাকে ধন্যবাদ জানাতে চেষ্টা করি।

গত বছরের অক্টোবরে কোম্পানি কেনার পর থেকে মাস্ক টুইটারে বেশ কয়েকটি ব্যাপক পরিবর্তন এনেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি এপ্রিলের শুরুতে প্ল্যাটফর্মে ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের একটি চিহ্ন ছিল এমন নীল টিক আইকনগুলিকে সরিয়ে দিয়েছে।

টুইটারে স্প্যাম কমাতে এবং ব্যবহারকারীদের তাদের প্রদত্ত পরিষেবা দিতে এবার নতুন ব্যবস্থা। Twitter আন ভেরিফাইড অ্যাকাউন্টে সরাসরি মেসেজ পাঠানোর দৈনিক সীমা আরোপ করা হয়েছে। যেখানে প্রত্যেক মাসে টাকা দিয়ে ব্যবহারকারীর একাউন্টে ব্লু টিক রাখতে হবে। নতুন পরিবর্তনগুলি শুধুমাত্র যাদের ব্লু টিক নেই তাদের জন্য। তাদের দৈনিক মেসেজ পাঠানো সীমা সীমিত করা হবে এবং ব্লু টিকেট সাবস্ক্রিপশন নিতে আগ্রহী করবে।

এবার ব্লুটিক ছাড়া টুইটারে যে সকল অ্যাকাউন্ট রয়েছে তাদের দৈনিক বার্তা পাঠানোতে সীমাবদ্ধতা আরোপ করা হলো। অর্থাৎ টুইটারে আপনার প্রোফাইলের পাশে নীল টিক না থাকলে, আপনি প্ল্যাটফর্মে সীমাহীন সরাসরি বার্তা পাঠাতে পারবেন না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular