এক ক্লিকেই গায়েব হাজার হাজার টাকা! ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ৫টি জরুরি সতর্কবার্তা

Credit card fraud India ডিজিটাল লেনদেনের যুগে আর্থিক সুরক্ষা ও সচেতনতা আজ অপরিহার্য হয়ে উঠেছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি যেমন মানুষের জীবনে সুবিধা এনে দিয়েছে, তেমনই…

Credit card fraud India

Credit card fraud India

ডিজিটাল লেনদেনের যুগে আর্থিক সুরক্ষা ও সচেতনতা আজ অপরিহার্য হয়ে উঠেছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি যেমন মানুষের জীবনে সুবিধা এনে দিয়েছে, তেমনই বেড়েছে প্রতারণা ও সাইবার জালিয়াতির ঝুঁকি। বিশেষ করে ফোনের মাধ্যমে ক্রেডিট কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য যেমন ওটিপি (OTP), সিভিভি (CVV), কার্ডের ছবি বা পিন নম্বর শেয়ার করার প্রবণতা মারাত্মক ঝুঁকি ডেকে আনছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান

স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ভারতে সাইবার অপরাধীরা মোট ২২,৮৪৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যা ২০২৩ সালের ৭,৪৬৫ কোটি টাকার তুলনায় প্রায় ২০৬ শতাংশ বেশি। গত বছর দেশে প্রায় ৩৬ লাখ আর্থিক প্রতারণার ঘটনা রিপোর্ট হয়েছে, যেখানে আগের বছরে এই সংখ্যা ছিল ২৪ লাখ। এই তীব্র বৃদ্ধি প্রমাণ করছে যে, আর্থিক প্রতারণা এক বিপজ্জনক মোড় নিয়েছে।

   

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ফোন-ভিত্তিক প্রতারণার ঘটনা। প্রতারকরা ভুয়া কল করে নিজেদেরকে আরবিআই, সেবি বা কোনো সরকারি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দেয় এবং মানুষকে বিভ্রান্ত করে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়। একবার তথ্য ফাঁস হয়ে গেলে মুহূর্তের মধ্যে তা ব্যবহার করে অর্থ চুরি করা হয়।

ফোনে মৌখিকভাবে বা বার্তায় ক্রেডিট কার্ড তথ্য শেয়ার করা হলে তা এনক্রিপশন ছাড়া সহজেই হ্যাক হয়ে যেতে পারে। প্রতারকরা সাধারণত কলার আইডি স্পুফিং প্রযুক্তি ব্যবহার করে নিজেদেরকে বিশ্বাসযোগ্য পরিচয়ে তুলে ধরে। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই ফাঁদে পড়ে যান।

কোন কোন তথ্যে অর্থ লোপাট Credit card fraud India

যে সমস্ত তথ্য যেমন কার্ডের সামনের ছবি, সিভিভি, পিন বা ওটিপি একবার প্রকাশ হয়ে যায়, সঙ্গে সঙ্গে অর্থ লোপাটের সম্ভাবনা তৈরি হয়। আবার বৈধ ক্ষেত্রেও ভুল তথ্য দেওয়া হলে লেনদেন ব্যর্থ হতে পারে, অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যেতে পারে, যা ব্যবহারকারীর জন্য বিরক্তিকর হয়ে দাঁড়ায়।

সবচেয়ে ভয়াবহ দিক হলো, এসব প্রতারণার শিকার সাধারণ মানুষকে দীর্ঘ সময় ধরে সমাধানের জন্য লড়াই করতে হয়। আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপ ও উদ্বেগও তৈরি হয়।

ব্লুমবার্গের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫ সালের মার্চ মাস নাগাদ দেশের মোট ব্যাংক জালিয়াতির অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় তিনগুণ বেশি। এটি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে, ডিজিটাল আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

Advertisements

সহজ ফান্ড ট্রান্সফারের সুবিধা যেমন বাড়ছে, তেমনি প্রতারণা ঠেকানোও কঠিন হয়ে পড়ছে। এর পাশাপাশি, দেশের ডিজিটাল বিভাজনও (Digital Divide) একটি বড় সমস্যা। প্রত্যন্ত অঞ্চলে এখনো পর্যাপ্ত সাইবার জ্ঞান ও ডিজিটাল সচেতনতা না থাকায় প্রতারকরা সুযোগ নিচ্ছে।

নিজেকে সুরক্ষিত রাখার ৫টি সহজ উপায়:

১. ফোনে কখনোই ক্রেডিট কার্ড তথ্য শেয়ার করবেন না। কোনো ব্যাংক কর্মী এ ধরনের তথ্য ফোনে চাইবে না।
২. ওটিপি, সিভিভি, পিন ইত্যাদি গোপন তথ্য কারও সঙ্গে আলোচনা করবেন না। প্রতারকরা তাড়াহুড়া বা জরুরির অজুহাত তৈরি করে তথ্য আদায় করতে চায়।
৩. নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট চেক করুন এবং আপনার নামের লেনদেনের জন্য মোবাইলে ট্রান্সঅ্যাকশন অ্যালার্ট চালু রাখুন।
৪. প্রতারণা বুঝতে পারলেই দ্রুত অভিযোগ জানান। জাতীয় সাইবার প্রতারণা অভিযোগ পোর্টাল (https://cybercrime.gov.in/) এ গিয়ে অভিযোগ করা যায়।
৫. শুধু সুরক্ষিত ওয়েবসাইট বা অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন। লোভনীয় অফার, ক্যাশব্যাক বা পয়েন্টসের প্রলোভনে পড়বেন না। প্রতারকরা সাধারণত এভাবেই ব্যবহারকারীদের টেনে নেয়।

দেশের আর্থিক প্রতারণা ও সাইবার অপরাধের হার যেভাবে হু হু করে বাড়ছে, তাতে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে। ফোনে সামান্য অসতর্কতা আজীবনের সঞ্চয় কেড়ে নিতে পারে। তাই প্রত্যেক ক্রেডিট কার্ড ব্যবহারকারীর উচিত নিজস্ব তথ্যের প্রতি কঠোর গোপনীয়তা বজায় রাখা এবং নিরাপদ লেনদেনের অভ্যাস গড়ে তোলা।

একবিংশ শতকে ডিজিটাল ভারতের স্বপ্ন পূরণের পথে নিরাপত্তা এবং সচেতনতার প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই প্রতারণা রোধ করা সম্ভব নয়। অর্থাৎ, সচেতন ব্যবহারকারীরাই পারবেন দেশের সাইবার জালিয়াতি কমাতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে।

Business: Cyber fraud in India has surged by 206% in 2024, with scammers stealing over ₹22,000 crore. The Ministry of Home Affairs highlights phone-based credit card scams where sensitive information like OTP and CVV are compromised.