HomeBusinessPaytm Issue: পেটিএম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ঝাঁজ বাড়াচ্ছে কংগ্রেস

Paytm Issue: পেটিএম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ঝাঁজ বাড়াচ্ছে কংগ্রেস

- Advertisement -

নয়াদিল্লি: বিধি লঙ্ঘনের জন্য পেটিএম (Paytm Issue) পেমেন্টস ব্যাঙ্কের একগুচ্ছ পরিষেবার উপর রিজার্ভ ব্যাঙ্ক নিষেধাজ্ঞা জারি করেছে।  আর এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে ঝাজ বাড়াতে দেখা গেল কংগ্রেসকে। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনত একগুচ্ছ প্রশ্ন রেখেছেন কেন্দ্রের বিরুদ্ধে। তিনি জানতে চেয়েছেন, ক্রমাগত বিধিভঙ্গ সত্ত্বেও পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে কেন এত সময় দেওয়া হয়েছিল ?

পাশাপাশি তার প্রশ্ন ছিল, এমন বেআইনি আর্থিক লেনদেনের ঘটনা ঘটলেও ইডির ভূমিকা কি ? যেখানে কথায় কথায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইডিকে লেলিয়ে দেওয়া হচ্ছে সেখানে এই সংস্থার বিরুদ্ধে ইডির আদৌ কি কোন পদক্ষেপ করেছে ? 

   

তাছাড়া উনি প্রশ্ন তুলেছেন, বিজেপি এবং পিএম কেয়ারস তহবিলে কত টাকা দিয়েছে এই সংস্থাটি। আশঙ্কা প্রকাশ করেছেন পেটিএম গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত আছে নাকি বিজেপির হাতে তুলে দেওয়া হচ্ছে। সুপ্রিয়া মনে করিয়ে দিয়েছেন, নোট বন্দির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত কে অভিনন্দন জানিয়ে পেটিএম তার ছবি দিয়ে বিজ্ঞাপন বের করেছিল। এর পাশাপাশি এই সংস্থাটি  শেয়ার ইস্যু হলে তা কিনে বহু মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে খোঁচা মারতে ছাড়েননি তিনি।

প্রসঙ্গত গত বুধার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে একটি পোস্টে করেছিলেন। সেখানে তিনি লেখেন, কেন একটি চিনা সংযোগ রয়েছে এমন একটি সংস্থা (এক পর্যায়ে ৩১ শতাংশ চিনা মালিকানা এবং ৭০০০ কোটি টাকারও বেশি চিনা বিনিয়োগ রয়েছে) যাদের ২০২২ সালে আরবিআই জরিমানা করেছিল, তাদের কেন কঠোর নজরদারিতে রাখা হয়নি?

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular