কেন্দ্র ঋণের বোঝা কমাতে চাইছে: Nirmala Sitharaman

FM Nirmala Sitharaman

দেশের ঋণের বোঝা কমাতে চাইছে কেন্দ্র। এজন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এই পদক্ষেপের মধ্যে একদিকে রয়েছে রাজস্ব বাড়ানো এবং সার্বিক দক্ষতা বৃদ্ধি অন্যদিকে খরচের অপচয় রোধ করা রাজকোষের ঘাটতি কমানো ইত্যাদি।

Advertisements

করোনা অতিমারির জেরে ২০২০-২১ সালে জিডিপি তুলনায় ঋণের অনুপাত গিয়ে দাঁড়িয়ে ছিল ৮৯.৬ শতাংশ। ওই সময় রাজস্ব সংগ্রহ কমে যাওয়া এবং করোনা মোকাবিলায় সরকারকে বাড়তি অর্থ ব্যয় করতে হয়েছিল। যার জন্য ঋণের বোঝা বেড়ে গিয়েছিল। সেই তুলনায় গত দু বছরে ঋণের বোঝা ধারাবাহিকভাবে কমেছে। ২০২৩ সালের মার্চে জিডিপি তুলনায় ঋণের অনুপাত কমে গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি ৮১ শতাংশ ।

Advertisements

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর লোকসভায় জানিয়েছেন, ২০২০-২১ সালে সরকার মূলধনী ব্যয় করেছিল ৬.৫৭ লক্ষ্য কোটি টাকা। সেখানে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সালের বাজেটে মূলধনী ব্যয় প্রস্তাব রাখা হয়েছে যথাক্রমে ১৩.৭১ এবং ১৪.৯৭ লক্ষ কোটি টাকা। বেসরকারি লগ্নি টানতে কেন্দ্র এই ক্ষেত্রে ব্যয় দ্বিগুণ করেছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এর ফলে আগামী দিনে জিডিপি বৃদ্ধির হার বাড়বে এবং ঋণের বোঝা কমবে বলে তিনি দাবি করছেন।