মাত্র ৫ টাকা! বাইক-অটোর থেকেও সস্তা, Ola করল বড় ঘোষণা

ক্যাব পরিষেবা ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর।এখন রাইডের জন্য কম টাকা দিতে হবে। ওলা (Ola) তাদের ই-বাইক পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। বেঙ্গালুরুতে এই পরিষেবা সাফল্যের পর এখন দিল্লি এবং হায়দরাবাদেও এই পরিষেবা চালু করার প্রস্তুতি রয়েছে।

Advertisements

ওলা তার রাইড প্ল্যাটফর্মের অধীনে দিল্লি এবং হায়দরাবাদে ই-বাইক পরিষেবা চালু করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রকল্প সফল হলে ই-বাইকের বহর আরও প্রসারিত হবে। ওলা ই-বাইক সার্ভিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর কম ভাড়া। ই-বাইকগুলি পেট্রোল বাইকে ভ্রমণকারী লোকদের জন্য আরও লাভজনক হিসাবে প্রমাণিত হবে, কারণ তাদের খরচ অনেকটাই কমে আসবে।

আরও সস্তা হবে বাইকে যাতায়াত

দিল্লি ও হায়দরাবাদে ওলা ই-বাইক পরিষেবার ভাড়া অনেকটাই কম রাখা হয়েছে। প্রথম ৫ কিলোমিটারের জন্য ২৫ টাকা, ১০ কিলোমিটারের জন্য ৫০ টাকা এবং ১৫ কিলোমিটারের জন্য ৭৫ টাকা। এই ভাড়া হিসাব করলে কিলোমিটারপ্রতি ৫ টাকায় নেমে আসে। ওলা জানিয়েছে, শহরের মধ্যে পরিবহণের জন্য সবচেয়ে সাশ্রয়ী এবং সুবিধাজনক পরিষেবা হবে ই-বাইক পরিষেবা।

Advertisements

আগামী দু’মাসের মধ্যে দিল্লি ও হায়দরাবাদে ১০ হাজার ই-বাইক বসানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। ওলা মোবিলিটির সিইও হেমন্ত বক্সী বলেন, “এই পরিষেবাটি বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে ১ বিলিয়ন ভারতীয়কে সেবা দেওয়ার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ওলার এই ই-বাইক পরিষেবা পেট্রোল বাইক, অটো এবং গাড়ির তুলনায় অনেক সস্তা প্রমাণিত হবে। প্রতিষ্ঠানটি বলছে, তাদের পরীক্ষা সফল হলে তারা ই-বাইকের বহর আরও বিস্তৃত করবে। এছাড়া দেশের অন্যান্য শহরেও এ সেবা চালু করা যাবে।