বাংলার কপালে শুধুই করিডর, বিহার-অন্ধ্রপ্রদেশকে দু হাত উপচে উপহার নির্মলার?

তৃতীয়বারের মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024)। আর সেই বাজেট ঘিরেই বিভিন্ন মহলের বিভিন্ন আশা। সেরকমই আশায় বুক বেঁধেছে বঙ্গের অর্থনৈতিক এবং রাজনৈতিক মহল।…

তৃতীয়বারের মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024)। আর সেই বাজেট ঘিরেই বিভিন্ন মহলের বিভিন্ন আশা। সেরকমই আশায় বুক বেঁধেছে বঙ্গের অর্থনৈতিক এবং রাজনৈতিক মহল। আপাতত বাংলার কপালে কী জুটলো? অন্তত হাইওয়ে কিংবা করিডরের দিক থেকে আপাতত বাংলার প্রাপ্তি সেরকম বিশেষ কিছুই নয়। তুলনায় পড়শি রাজ্য বিহার পেয়েছে অনেক কিছুই।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন তার বাজেট বক্তৃতায় ‘পূর্বদয়’ স্কিমের কথা ঘোষণা করেছেন। অর্থমন্ত্রীর মুখে এদিন ছিল পূর্বের রাজ্যগুলির কালচারাল এবং ন্যাচারাল হেরিটেজের কথা। ভারতের পূর্বপ্রান্তের রাজ্যগুলি, অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যা বিহারের মতো রাজ্য গুলির জন্য এই বিশেষ স্কিম। কিন্তু তাতে প্রথম দফাতে বিহার ছাড়া বাকি কারোর কপালেই বিশেষ কিছু জোটেনি।

   

আপাতত বঙ্গের ভাগ্যে জুটেছে অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডরের উন্নতির জন্য অর্থসংস্থান। তবে বিজেপির দুই জোটশরিকের রাজ্য অর্থাৎ বিহার এবং অন্ধ্রপ্রদেশ পেয়েছে ঢালাও উপহার। রাজনীতি এবং অর্থনীতি উভয় ক্ষেত্রের বিশেষজ্ঞদের মতে প্রত্যাশার চাপে যা খুবই স্বাভাবিক ছিল। তা না হলে বিজেপির কেন্দ্রের ক্ষমতায় অস্তিত্ব প্রশ্ন চিহ্নের মুখে পড়তে পারত।

Budget 2024 Updates: ক্যানসারের ওষুধ-মোবাইল-সোনা-রুপোয় ছাড়ের ঘোষণা নির্মলার

বঙ্গের জন্য বরাদ্দ অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডরে বিহারের গয়া ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট খুবই গুরুত্ব পেয়েছে নির্মল আর বাজেটে। এছাড়াও বিহারে চারটি বড় বাজেটের হাইওয়ে প্রকল্পের ও উল্লেখ রয়েছে এই বাজেটে। গঙ্গার উপরে বড় ব্রিজ এবং ২৪ হাজার কোটি টাকা খরচে জলবিদ্যুৎ প্রকল্পের উল্লেখ রয়েছে নির্মলার এই সপ্তম বাজেটে। সঙ্গে বিহার সরকারকে বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন খাতে বিশেষ আর্থিক সুযোগ সুবিধার উল্লেখ রয়েছে অর্থমন্ত্রীর ২০২৪ এর পূর্ণাঙ্গ বাজেটে।

তবে সব থেকে বড় চমক অপেক্ষা করেছে অন্ধ্রপ্রদেশের জন্য। লোকসভা নির্বাচনের আগে অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী ব্রিগেড। সেই কথা মনে করিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী তাঁর আজকের ভাষণে। ১৫ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক সুবিধার ঘোষণা করা হয়েছে ২০২৪-এর পূর্ণাঙ্গ বাজেটে অন্ধপ্রদেশের জন্য। পরবর্তী বছরগুলোতে যা প্রয়োজন অনুসারে বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছেননির্মলা। স্বাভাবিকভাবেই অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর ক্ষেত্রে যা বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিশাখাপত্তনম-চেন্নাই, হায়দ্রাবাদ-বেঙ্গালুরু অর্থনৈতিক এবং ইন্ডাস্ট্রিয়াল করিডরের প্রোমোটিং এর ক্ষেত্রে বড় পদক্ষেপ এর ঘোষণা হয়েছে। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের রায়েলসীমা এবং প্রকাশম অঞ্চলের অনুন্নত এলাকা গুলির জন্য বিশেষ অর্থনৈতিক বরাদ্দের ঘোষণা করেছে মোদি সরকার।

বাজেট পেশ করে বিরাট রেকর্ড গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

ফলে আপাতত, অন্ধ্র এবং বিহারে উপহারের ডালি পৌঁছোলেও, সেই তুলনায় পশ্চিমবঙ্গের ভাঁড়ার রীতিমতো শূন্যই বলা যায়। পিএম আবাস যোজনায় সারাদেশ জুড়ে ৩ কোটি নতুন বাড়ির উল্লেখ করা হয়েছে। বঙ্গের রাজনীতির অন্যতম ইস্যু আবাসের কেন্দ্রীয় বরাদ্দ আপাতত বন্ধই আছে। নতুন বাজেটে তার কোন দিশা কি পাওয়া যাবে? আপাতত সেই অংকই খুঁজে বেড়াচ্ছেন বঙ্গের তাবড় অর্থনীতিবিদ থেকে শুরু করে বাজেট বিশেষজ্ঞরা।