Maldives: ভারতীয়দের বয়কটে ভাঁড়ার শূন্য মালদ্বীপে, আসছে চিনা প্রতিষ্ঠান

ভারতীয়রা মালদ্বীপকে (Maldives) বয়কটের কারণে মালদ্বীপের প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। মালদ্বীপ নিজেই এই তথ্য দিয়েছে। মালদ্বীপ বলেছে যে ভারতীয়দের বয়কট তার দেশের ৪৪ হাজার পরিবারকে প্রভাবিত করছে। মালদ্বীপের রাজস্ব পর্যটক এবং পর্যটনের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ভারতীয়রা যখন মালদ্বীপে যাওয়া বন্ধ করে দিয়েছে, তখন তাদের সমস্যা হচ্ছে। তবে মালদ্বীপের বন্ধু চিন জানিয়েছে, তারা সবরকম সাহায্য করতে তৈরি।

Advertisements

পরিস্থিতি সামাল দিতে মালদ্বীপ সেখানে ভ্রমণের খরচ অর্ধেক করে দিয়েছে, কিন্তু এর পরেও ভারতীয়রা সেখানে যেতে রাজি নয়। মালদ্বীপ সরকারের কিছু কর্মকর্তা প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তারপর থেকে বয়কট মালদ্বীপ প্রবণতা শুরু হয়েছে। ভারতের বয়কটের কারণে প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান হচ্ছে মালদ্বীপের।

   

ভারতের সঙ্গে ঝামেলা করে প্রতিদিনই বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে মালদ্বীপ। গত বছর অর্থাৎ ২০২৩ সালে, বিপুল সংখ্যক ভারতীয় মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। গত বছর, ভারতীয়রা শুধুমাত্র মালদ্বীপেই ৩৮ কোটি ডলার (প্রায় ৩১৫২ কোটি টাকা) খরচ করেছে। এমন পরিস্থিতিতে ভারতীয়রা সেখানে যাওয়া বন্ধ করলে প্রতিদিন অন্তত ৮.৬ কোটি টাকার ক্ষতি হতে পারে মালদ্বীপের।

Advertisements

মালদ্বীপ এখন দারিদ্র্যের দ্বারপ্রান্তে। এই পুরো বিতর্কের আগে মালদ্বীপ ছিল ভারতীয়দের প্রিয় পর্যটন গন্তব্য। প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় মালদ্বীপে যেতেন, কিন্তু ভারতীয়দের বয়কটের কারণে মালদ্বীপ নিজেই বলেছে যে তার ৪৪ হাজার পরিবার সমস্যায়। ভারতীয়দের অসন্তোষের কারণে তাদের পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে