কলকাতা : মিউচুয়াল ফান্ডে লগ্নির ক্ষেত্রে অনেক রাজ্যের থেকে এগিয়ে বাংলা ৷ বাজার নিয়ন্ত্রক সেবির পূর্ণ সময়ের সদস্য অমরজিৎ সিংহ সম্প্রতি কলকাতায় এসে তেমন বার্তাই দিয়েছেন৷ তিনি জানান, ফান্ডের তহবিল সংগ্রহের নিরিখে দেশের সেরা পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে বাংলা। আর মাথাপিছু লগ্নির নিরিখে কলকাতা দেশের প্রথম ১০টি শহরের অন্যতম। পরিসংখ্যান জানাচ্ছে, ভারতে মিউচুয়াল ফান্ডে মাথা পিছু লগ্নির অঙ্ক ২৩,০০০ টাকা ৷ যা ছাড়িয়ে গিয়েছে কলকাতা এবং এই শহরে ওই অঙ্কের পরিমাণ প্রায় ২৮,০০০ টাকা। তবে বিশেষজ্ঞদের বার্তা, দেশে ফান্ডে পুঁজি ঢালার গতি এখন দ্রুত বাড়লেও তা বিনিয়োগের অন্যান্য মাধ্যমের তুলনায় অনেক কম। সাধারণ মানুষ যে টাকা সঞ্চয় করেন, এখনও তার অতি সামান্য অংশ এই ক্ষেত্রে ঢুকছে।
সম্প্রতি কলকাতায় বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক সভায় অমরজিৎ জানান, গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, ভারতে সব ফান্ড মিলিয়ে লগ্নিকারীদের মোট তহবিলের পরিমাণ প্রায় ৫৫ লক্ষ কোটি টাকা। লগ্নিকারীর সংখ্যা প্রায় ৫ কোটি। প্রতি মাসে ফান্ডে এসআইপি মারফত লগ্নি বাড়ছে বছরে ১৫% হারে। জানুয়ারি মাসে এই প্রকল্পে এসেছে ১৮,৬০০ কোটি টাকা। কিন্তু তার পরেও এই লগ্নি খুশি করার মতো নয়, বলছেন ফান্ড শিল্পের সংগঠন অ্যাম্ফি-র কর্তারা। তাঁদের দাবি, মোট বিনিয়োগের মাত্র ২% এসেছে এ ক্ষেত্রে।
ব্যাঙ্কে মোট আমানতের পরিমাণ ১৯৭ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে ৷ সেজন্য লগ্নির মাধ্যম হিসেবে ফান্ডের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ানোর জন্য পদক্ষেপ করা জরুরি। তবেই আরও পুঁজি এই ক্ষেত্রে আসবে। আগামী ২০৩০ সালের মধ্যে মিউচুয়াল ফান্ডে লগ্নির পরিমাণ ১০০ লক্ষ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সেজন্য পাশাপাশি লগ্নিকারীর সংখ্যাও দ্বিগুণ বাড়িয়ে ১০ কোটিতে তোলার চেষ্টা চলছে।