Bandhan Bank: নিজস্ব ক্রেডিট কার্ড আনছে বন্ধন ব্যাংক

কলকাতা: কারো সাথে মিলিতভাবে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড নয়, এবার একেবারে নিজস্ব ক্রেডিট কার্ড আনতে চলেছে বন্ধন ব্যাংক (Bandhan Bank)। ২০২৩-২৪ অর্ধ বর্ষের তৃতীয় ত্রৈমাসিক…

Bandhan Bank credit card

কলকাতা: কারো সাথে মিলিতভাবে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড নয়, এবার একেবারে নিজস্ব ক্রেডিট কার্ড আনতে চলেছে বন্ধন ব্যাংক (Bandhan Bank)। ২০২৩-২৪ অর্ধ বর্ষের তৃতীয় ত্রৈমাসিক আর্থিক ফলাফল ঘোষণা করার সময় এমন ইঙ্গিত দিয়েছেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ। এর আগে অবশ্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর সঙ্গে যৌথভাবে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড নিয়ে এসেছিল
বন্ধন ব্যাংক।

গত বছর নিজস্ব ক্রেডিট কার্ড আনা পরিকল্পনার কথা জানিয়েছিল ব্যাংক। এবার সেই পথে এগোন হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন বন্ধন ব্যাংক এর কর্তা।

এদিকে সংস্থার আর্থিক ফলাফল জানাচ্ছে চলতি অর্থ বর্ষের তৃতীয় ত্রৈমাসিক এই ব্যাংকের নিট মুনাফা গত বছরের একই সময়ে তুলনায় ১৫২ শতাংশ বেড়ে ৭৩২.৭ কোটি টাকা হয়েছে। গত বছর ওই একই সময় নিট মুনাফার অংক ছিল ২৯০.৬ কোটি টাকা।

Advertisements

২০২২-২৩ সালের তৃতীয় ত্রৈমাসিক আমানতের পরিমাণ ছিল ১.১২ লক্ষ কোটি টাকা। সেটা এই বছর বেড়ে দাঁড়িয়েছে ১.১৭ লক্ষ কোটি টাকা। ব্যাংকটির ঋণ দেওয়ার পরিমাণ ১৮ শতাংশ বেড়ে ১.১৬ লক্ষ কোটি টাকা হয়েছে। গৃহঋণ ছাড়া বন্ধন ব্যাংক এর অন্যান্য খুচরো ঋণের পরিমাণ বছরে ৭০ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। গৃহঋণ ৬ শতাংশ বেড়েছে।