নতুন Zelo Knight+ ই-স্কুটার লঞ্চ হল, এক চার্জে চলবে ১০০ কিমি, দাম হতের নাগালেই

জেলো ইলেকট্রিক ভারতের অন্যতম সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটার Zelo Knight+ লঞ্চ করেছে। যার এক্স-শোরুম দাম রাখা হয়েছে ₹৫৯,৯৯০। শহর ও মফস্বল অঞ্চলের দৈনন্দিন যাতায়াতকারীদের জন্য উপযোগী…

Zelo Knight+ launched

জেলো ইলেকট্রিক ভারতের অন্যতম সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটার Zelo Knight+ লঞ্চ করেছে। যার এক্স-শোরুম দাম রাখা হয়েছে ₹৫৯,৯৯০। শহর ও মফস্বল অঞ্চলের দৈনন্দিন যাতায়াতকারীদের জন্য উপযোগী এই স্কুটারটি সাশ্রয়ী মূল্যের হলেও আধুনিক ফিচারে ভরপুর। কোম্পানির দাবি, এই মডেল ভারতের সাশ্রয়ী ই-মোবিলিটির বাজারে তাদের অবস্থান আরও মজবুত করবে।

Zelo Knight+ : ব্যাটারি ও পারফরম্যান্স

Zelo Knight+ স্কুটারে রয়েছে ১.৮ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার পোর্টেবল LFP ব্যাটারি, যা একবার চার্জে বাস্তব অবস্থায় প্রায় ১০০ কিলোমিটার চলতে সক্ষম। ব্যাটারিটি সম্পূর্ণ রিমুভেবল, ফলে ব্যবহারকারী বাড়ি বা অফিসে চার্জ করতে পারবেন। এর সঙ্গে যুক্ত ১.৫ কিলোওয়াট মোটর স্কুটারটিকে সর্বোচ্চ ৫৫ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছে দিতে সক্ষম, যা ছোট ও মাঝারি দূরত্বের যাতায়াতের জন্য যথেষ্ট।

   

দাম সাশ্রয়ী হলেও Knight+ ফিচারের দিক থেকে পিছিয়ে নেই। এতে দেওয়া হয়েছে হিল হোল্ড কন্ট্রোল, যা ঢালু রাস্তায় স্কুটার পিছিয়ে যাওয়া আটকায়। রয়েছে ক্রুজ কন্ট্রোল, যা দীর্ঘ সময় ধরে আরামদায়ক গতি বজায় রাখতে সহায়তা করে। ফলো-মি-হোম হেডল্যাম্প ফিচার পার্ক করার পরও কিছু সময় আলো জ্বালিয়ে রাখে, যাতে রাইডার পথ চিনে নিতে পারেন। এছাড়া USB চার্জিং পোর্ট থাকায় ছোট ডিভাইস চার্জ দেওয়া সম্ভব।

Triumph Speed 400-এ বিশেষ অফার, 7,600 টাকার অ্যাক্সেসরিজ একদম বিনামূল্যে

Advertisements

ডিজাইন ও রঙের অপশন

Zelo Knight+ মোট ছয়টি রঙে উপলব্ধ — দুটি সিঙ্গেল টোন (গ্লসি হোয়াইট ও গ্লসি ব্ল্যাক) এবং চারটি ডুয়াল-টোন কম্বিনেশন (ম্যাট ব্লু-হোয়াইট, ম্যাট রেড-হোয়াইট, ম্যাট ইয়েলো-হোয়াইট ও ম্যাট গ্রে-হোয়াইট)। ডিজাইনটি সরল কিন্তু আধুনিক, যা বিভিন্ন বয়সের রাইডারের কাছে আকর্ষণীয় হবে।

বর্তমানে জেলো ইলেকট্রিকের পোর্টফোলিওতে রয়েছে কম গতির মডেল যেমন Zoop, Knight এবং Zaeden, পাশাপাশি RTO সেগমেন্টের Zaeden+। নতুন Knight+ লঞ্চের মাধ্যমে কোম্পানি ভারতের সাশ্রয়ী ই-মোবিলিটি সেগমেন্টে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইছে।

বুকিং ও ডেলিভারি

Zelo Knight+ এর প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। কোম্পানি জানিয়েছে, ২০ আগস্ট ২০২৫ থেকে ডেলিভারি শুরু হবে। সীমিত বাজেটে ইলেকট্রিক স্কুটারের সন্ধান করা ক্রেতাদের জন্য এটি হতে পারে একটি উপযুক্ত পছন্দ।