ভিড়ে সহজেই চেনা যাবে নিজের স্কুটার, ‘Answer Back’ সহ এল Yamaha RayZR Street Rally

সামনেই পুজো। ক্রেতারা কেনাকাটার পুরনো ছন্দে ফিরছে। সেই সুযোগকে কাজে লাগাতে মরিয়া ইয়ামাহা (Yamaha)। ভারতের বাজারে ‘Answer Back’ ফাংশন সহ লঞ্চ হল নতুন Yamaha RayZR…

Yamaha RayZR Street Rally with an 'Answer Back' function and LED Daytime Runn

সামনেই পুজো। ক্রেতারা কেনাকাটার পুরনো ছন্দে ফিরছে। সেই সুযোগকে কাজে লাগাতে মরিয়া ইয়ামাহা (Yamaha)। ভারতের বাজারে ‘Answer Back’ ফাংশন সহ লঞ্চ হল নতুন Yamaha RayZR Street Rally। এতে দেওয়া হয়েছে এলইডি ডেটাইম রানিং ল্যাম্প। আধুনিক প্রজন্মের জন্য আদর্শ এই স্কুটির দাম রাখা হয়েছে ৯৮,১৩০ টাকা (এক্স-শোরুম)। আপডেট হিসেবে এটি সাইবার গ্রিন কালার পেয়েছে। 

RayZR Street Rally-এর আইস ফ্লুও-ভার্মিলিয়ন এবং ম্যাট ব্ল্যাক কালার অপশনগুলির বিক্রি জারি রাখছে ইয়ামাহা। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এই  ‘আনসের ব্যাক’ ফাংশনটি আদপে কী? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই ফিচার ভিড়ের মধ্যে থেকেও নিজের স্কুটার চিনে নিতে সহেয়তা করবে।  মোবাইল অ্য়াপের মাধ্যমে  ‘আনসের ব্যাক’ বাটনে ক্লিক করলেই বাজ়ার থেকে বিপ-বিপ শব্দ হবে এবং ব্লিঙ্কার ফ্ল্যাশ করবে। ফলে নিজের স্কুটার অতি সহজেই চেনা যাবে।

   

উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে RayZR Street Rally-এ দেওয়া হয়েছে, এলইডি ডিআরএল। এছাড়া রয়েছে, ডুয়েল টোন সিট ডিজাইন। যা স্কুটারটির টু-লেভেল সিটিংয়ের মাত্রা বাড়িয়েছে। এতে দেওয়া হয়েছে একটি ১২৫ সিসি এফআই ব্লু কোর ইঞ্জিন। এর সঙ্গে উপস্থিত হাইব্রিড পাওয়ার অ্যাসিস্ট ও ফুয়াল ইঞ্জেকশন যুক্ত স্মার্ট মোটর জেনারেটর। এটি স্কুটারটিকে দ্রুত চালু হতে সহায়তা করবে।

Triumph Speed 400 নাকি Royal Enfield Guerrilla 450, কোন বাইকটি আপনার জন্য় উপযুক্ত

Yamaha RayZR Street Rally-তে হার্ডওয়্যারগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, ব্রাশ গার্ড, স্লিক মেটাল প্লেট, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং ব্লক প্যাটার্ন টায়ার। এতে উপস্থিত একটি ২১ লিটার স্টোরেজ কম্পার্টমেন্ট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, অটোমেটিক স্টপ ও স্টার্ট সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্য়ানেল।