কার্বন ফাইবার প্যাটার্ন সহ লঞ্চ হল Yamaha R15M, দেখলে নজর ফেরান মুশকিল

ক্রেতাদের একঘেয়েমি দূর করতে ভারতের বাজারে লঞ্চ হল ইয়মাহা আর১৫এম (Yamaha R15M)। কার্বন ফাইবার প্যাটার্ন যুক্ত এই মডেলের দাম ২.০৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা…

yamaha-r15m-carbon-fiber

ক্রেতাদের একঘেয়েমি দূর করতে ভারতের বাজারে লঞ্চ হল ইয়মাহা আর১৫এম (Yamaha R15M)। কার্বন ফাইবার প্যাটার্ন যুক্ত এই মডেলের দাম ২.০৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ফুল কার্বন ফাইবার R1M থেকে অনুপ্রাণিত হয়ে মোটরসাইকেলটি ডিজাইন করা হয়েছে। 

জানিয়ে রাখি, এ বছর ভারত মোবিলিটি এক্সপো-তে কার্বন ফাইবার প্যাটার্ন যুক্ত R1M ও R15M দুটি মডেলের উপর থেকেই পর্দা সরিয়েছিল ইয়ামাহা। ‘ওয়াটার ডিপিং টেকনিক’-এর মাধ্যমে এই প্যাটার্ন তৈরি বানিয়েছে সংস্থা। তাদের দাবি, একদম আসল কার্বন ফাইবারের ন্যায় ফিনিশিং পেয়েছে বাইকটি।

   

ডিজাইনে পরিবর্তন ছাড়াও Yamaha R15M-এর ফিচারে যোগ করা টার্ন-বাই-টার্ন নেভিগেশন যুক্ত টিএফটি ডিসপ্লে, ভলিউম এবং মিউজিক কন্ট্রোল। এই ফিচারগুলি ব্লুটুথ-এর মাধ্যমে ইয়ামাহা Y-কানেক্ট অ্যাপের সঙ্গে সনযুক্ত করে নিয়ন্ত্রণ করা যাবে। 

লঞ্চের আগেই শুরু বুকিং, বাজার সরগরম করতে আসছে নতুন TVS Apache RR 310

এদিকে ফিচারে আপডেট ছাড়া ইয়মাহা আর১৫এম-এর (Yamaha R15M) কারিগরিতে কোনরকম পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এটি একটি ১৫৫ সিসি, লিকুইড-কুল্ড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে। এটি থেকে ১০,০০০ আরপিএম গতিতে ১৮ বিএইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএম গতিতে ১৪.২ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-গতির গিয়ারবক্স এবং কুইক-শিফটার। বাইকটির স্ট্যান্ডার্ড মডেলটি সিলভার কালারে বেছে নেওয়া যায়। এর এক্স-শোরুম মূল্য ১.৯৮ লক্ষ টাকা।