2.30 লাখ ডিসকাউন্টে এই বিদেশি কোম্পানির গাড়ি কিনুন, সুযোগ অল্পদিনের

সেপ্টেম্বরের মাঝামাঝিতে ভারতীয় ক্রেতাদের জন্য খুশির খবর শোনাল ফোক্সভাগেন (Volkswagen)। জার্মান বহুজাতিক গাড়ি নির্মাতা তাদের VolksFest 2024-এর আওতাধীন ক্রেতাদের জন্য লোভনীয় ডিসকাউন্টের ঘোষণা করল। চলতি…

Volkswagen Discount

সেপ্টেম্বরের মাঝামাঝিতে ভারতীয় ক্রেতাদের জন্য খুশির খবর শোনাল ফোক্সভাগেন (Volkswagen)। জার্মান বহুজাতিক গাড়ি নির্মাতা তাদের VolksFest 2024-এর আওতাধীন ক্রেতাদের জন্য লোভনীয় ডিসকাউন্টের ঘোষণা করল। চলতি মাসে Virtus, Taigun, Tiguan-এর মত প্রিমিয়াম গাড়ি কিনলে সর্বাধিক ২.৩০ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে বলে জানিয়েছে সংস্থা। এছাড়া অ্যাড-অন সার্ভিস হিসেবে রয়েছে সার্ভিস প্যাকেজ এবং অ্যাড-অন ওয়ারেন্টি। চলুন ওভার প্রসঙ্গে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

কম্প্যাক্ট এসইউভি Volkswagen Taigun-এ এখন সর্বোচ্চ ২.৩০ লক্ষ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ১০.৯০ লক্ষ টাকা মূল্যের এন্ট্রি-লেভেল Taigun 1.0 TSI Comfortable-এ রয়েছে ৮০,০০০ টাকার অফার। এর টপ লাইন 1.0 TSI-তে পাওয়া যাচ্ছে ১.৮৬ লক্ষ টাকা ডিসকাউন্ট। আবার Taigun GT 1.5 TSI DSG-এ (ডুয়েল ক্লাচ অটোমেটিক) ২.২৮ লক্ষ টাকা ছাড় মিলছে। 

   

অন্যদিকে Taigun GT 1.5 TSI MT-তে ১.৯৭ লক্ষ টাকা এবং GT Plus Chrome 1.5 TSI DSG ও GT Plus Sport 1.5 TSI DSG-তে যথাক্রমে সর্বাধিক ২.৩০ লক্ষ ও ২ লক্ষ টাকার বেনিফিট দিচ্ছে ফক্সভাগেন। 

এছাড়া ১১.৫৬ লক্ষ টাকা এক্স-শোরুম মূল্যের Virtus-এর এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট Comfortline 1.0 TSI ডিসকাউন্ট যোগ হওয়ার ফলে এখন ১০.৯০ লক্ষ টাকায় কেনা যাচ্ছে। Virtus Highline 1.0 TSI MT-তে ১.৩০ লক্ষ ছাড় চলছে। আবার Highline 1.0 TSI AT ও Topline 1.0 TSI AT-তে যথাক্রমে ১.৫৮ লক্ষ্য এবং ১.৩৭ লক্ষ টাকার বেনিফিট অফার করা হচ্ছে। GT Plus 1.5 TSI DSG ভ্যারিয়েটে দেওয়া হচ্ছে ৯৪,০০০ টাকার আর্থিক লাভ। 

Tiguan কিনলে ২.২৫ লক্ষ টাকা সাশ্রয় করার সুযোগ দিচ্ছে ফোক্সভাগেন। এরমধ্যে রয়েছে এক লক্ষ টাকার ক্যাশ বেনিফিট এবং ৭৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট। আবার ৫০,০০০ টাকার কর্পোরেট বেনিফিট পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে এই অফার। 

এমাসেই আসছে দেশের সর্বাধিক ‘স্লিম’ স্মার্টফোন Vivo V40e, লঞ্চের আগেই ফাঁস স্পেসিফিকেশন

উল্লেখ্য, ফোক্সভাগেনের এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। আবার অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়ি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।