স্বধীনতা দিবসের পর নতুন টু হুইলার লঞ্চ করছে TVS, কোন মডেল হতে পারে দেখুন

টিভিএস মোটর কোম্পানি একটি নতুন টু হুইলার আনছে বলে দীর্ঘদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে। তবে এটি কোন মডেল সে বিষয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ…

TVS-Jupiter-110

টিভিএস মোটর কোম্পানি একটি নতুন টু হুইলার আনছে বলে দীর্ঘদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে। তবে এটি কোন মডেল সে বিষয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করেনি সংস্থা। এবারে টিভিএস জানাল, আগামী ২২ অগস্ট, ২০২৪ একটি নতুন মোটরসাইকেল বা স্কুটার লঞ্চ করবে তারা। বিভিন্ন সূত্রের দাবি, এটি হতে পারে সংস্থার সর্বাধিক জনপ্রিয় স্কুটি টিভিএস জুপিটার ১১০-এর (TVS Jupiter 110) নয়া ভার্সন।

২২ অগস্ট আসছে TVS-এর নতুন মোটরসাইকেল বা স্কুটার

   

টিভিএস জুপিটার ১১০ (TVS Jupiter 110) এবারে ব্যাপক আপডেট পেতে চলেছে বলে প্রতিবেদনের দাবি। সবচেয়ে বেশি পরিবর্তন ঘটানো হবে এর ডিজাইনে। কারণ বছরের পর বছর স্কুটারটি একই ডিজাইনের সঙ্গে চলে আসছে। Ather ও Ola-র মত ইলেকট্রিক স্কুটার সংস্থাগুলির দাপাদাপি দেখে এবারে নড়েচড়ে বসেছে টিভিএস।

আপডেট হিসেবে নতুন টিভিএস জুপিটার ১১০-এ দেওয়া হতে পারে এলইডি ডিআরএল সহ এলইডি লাইটিং, আরও বেশি স্টাইলিশ প্যানেল, উন্নততর স্টোরেজ স্পেস, বৃহত্তর আন্ডারসিট বুট, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল কনসোল, টার্ন-বাই-টার্ন এবং কানেক্টেড টেক। আবার আরও কম দূষণ সৃষ্টিকারী ইঞ্জিনের সঙ্গে আসতে পারে জুপিটার। ২০২৪ শুরু হওয়ার পর থেকে এটিই সংস্থার সবচেয়ে বড় লঞ্চ বলে মনে করা হচ্ছে। এদিকে বছরের প্রথমার্ধে বেশ কয়েকটি মডেলে আপডেট দিয়েছিল কোম্পানি। 

লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটার, সস্তার দামে দেবে 103 কিমি রেঞ্জ

নতুন Jupiter-এ কেমন বদল থাকছে

নতুনত্ব হিসেবে টিভিএস জুপিটার ১১০-এর এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপ, ফ্রন্ট অ্যাপ্রনে সরানো হতে পারে। আবার ফুয়েল ট্যাঙ্কটি ফ্লোর বর্ডের নিচে প্রতিস্থাপিত করা হতে পারে। লেটেস্ট ভার্সনে দেওয়া হতে পারে একটি নতুন সিট। সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো না হলেও এটি জুপিটার ১১০-এর নয়া সংস্করণ হবে বলে বর্তমানে জল্পনার জল ক্রমশ ঘোলা হচ্ছে। এখন এই স্কুটারটি কিনতে খরচ পড়ে ৭৭,০০০ টাকা (এক্স-শোরুম)। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে আছে – Honda Activa, Honda Dio, Hero Xoom, Hero Pleasure+ ইতাদি।