১.৯৯ লাখে লঞ্চ হল TVS Apache RTX, নতুন ইঞ্জিন সহজ করবে অ্যাডভেঞ্চার

TVS Apache RTX Launched

ভারতের অন্যতম জনপ্রিয় টু হুইলার নির্মাতা ব্র্যান্ড TVS Motor Company অবশেষে অ্যাডভেঞ্চার ট্যুরিং সেগমেন্টে পা রাখল। সংস্থা লঞ্চ করল তাদের নতুন মোটরসাইকেল TVS Apache RTX। বাইকটি লঞ্চ করা হয়েছে প্রারম্ভিক ১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্যে, যা বেস ভ্যারিয়েন্টের দাম। কোম্পানির নতুন RT-XD4 প্ল্যাটফর্মে তৈরি এই মডেলটি Apache সিরিজের সম্প্রসারণ হিসেবে এসেছে, যেখানে র‍্যালি-অনুপ্রাণিত ডিজাইন ও দীর্ঘ-দূরত্বের ট্যুরিং ক্ষমতা একত্রিত হয়েছে।

Advertisements

তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে TVS Apache RTX

TVS এই মডেলটি তিনটি ভ্যারিয়েন্টে বাজারে এনেছে —

  • বেস ভ্যারিয়েন্ট: ১.৯৯ লক্ষ টাকা,
  • টপ ভ্যারিয়েন্ট: ২.১৪ লক্ষ টাকা,
  • কাস্টম স্পেক BTO ভ্যারিয়েন্ট: ২.২৯ লক্ষ টাকা।
    সব দামই প্রারম্ভিক ও এক্স-শোরুম হিসেবে ঘোষণা করা হয়েছে।

নতুন RT-XD4 ইঞ্জিনে শক্তি ও দক্ষতার সমন্বয়

নতুন ২৯৯.১ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, DOHC ইঞ্জিন যুক্ত এই বাইকটি সর্বাধিক ৩৫.৫ বিএইচপি শক্তি উৎপন্ন করে ৯০০০ আরপিএমে এবং সর্বোচ্চ ২৮.৫ এনএম টর্ক দেয় ৭০০০ আরপিএমে। এতে ব্যবহৃত হয়েছে ওয়াটার ও অয়েল জ্যাকেট সহ ডুয়াল কুলিং সিস্টেম এবং ৬-স্পিড গিয়ারবক্স যার সঙ্গে রয়েছে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। ইঞ্জিনটি বসানো হয়েছে নতুন স্টিল ট্রেলিস ফ্রেমে, যা বিভিন্ন ধরনের রাস্তায় স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

RT-XD4 প্ল্যাটফর্ম TVS-এর নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির প্রতিফলন, যা উন্নত কুলিং, মসৃণ পাওয়ার ডেলিভারি এবং কম নিঃসরণ নিশ্চিত করে। এতে রয়েছে ডুয়াল ওভারহেড ক্যাম, ডুয়াল অয়েল পাম্প, এবং ডুয়াল ব্রিদার সিস্টেম, যা দীর্ঘ সময় ধরে পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করে। এই ইঞ্জিন ইথানল-ব্লেন্ডেড ফুয়েল-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

আধুনিক ফিচারে ভরপুর

রাইডারদের সুবিধার জন্য বাইকটিতে দেওয়া হয়েছে চারটি রাইড মোড – Urban, Rain, Tour এবং Rally। এই মোডগুলির সাহায্যে ইঞ্জিন রেসপন্স, ট্র্যাকশন কন্ট্রোল এবং ABS সেটিংস পরিবর্তন করা যায়। এছাড়াও এতে রয়েছে বাই-ডিরেকশনাল কুইকশিফটার, ক্রুজ কন্ট্রোল, এবং লিনিয়ার ট্র্যাকশন কন্ট্রোল।

Also Read: সেপ্টেম্বরে বিক্রি মাত্র 6, Hyundai Ioniq 5 নিয়ে চরম হতাশায় সংস্থা!

Advertisements

ড্যাশবোর্ডে রয়েছে ৫ ইঞ্চির TFT ডিসপ্লে, যাতে Bluetooth কানেক্টিভিটি, নেভিগেশন, ও রাইড ডেটা মিররিং সুবিধা রয়েছে। রাইডিং কমফোর্ট বাড়াতে দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল লিভার ও টাইর প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS)।

সাসপেনশনের দায়িত্বে রয়েছে WP কম্পোনেন্টস, যেখানে সামনে লং-ট্রাভেল ইনভার্টেড কার্টরিজ ফর্ক এবং পেছনে মোনো-টিউব ফ্লোটিং পিস্টন ইউনিট ব্যবহৃত হয়েছে। এতে ভারসাম্যপূর্ণ ড্যাম্পিং ও উন্নত স্ট্যাবিলিটি পাওয়া যায়। ব্রেকিং সিস্টেমে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক ও টেরেইন-অ্যাডাপটিভ ABS।

টিভিএস অ্যাপাচি আরটিএক্স-এর ডিজাইন একেবারেই আগ্রাসী ও র‍্যালি-রেডি। এর মাসকুলার সিলুয়েট, ফরোয়ার্ড-লিনিং ট্যাংক ডিজাইন, ও ক্রিস্টালাইন টুইন-বিম হেডল্যাম্প একে অনন্য চরিত্র দিয়েছে। বাইকটি পাওয়া যাবে ভাইপার গ্রিন, মেটালিক ব্লু, পার্ল হোয়াইট, লাইটনিং ব্ল্যাক ও টার্ন ব্রোঞ্জ— এই পাঁচটি রঙে, যেখানে প্রতিটি ভ্যারিয়েন্টে দেখা যাবে স্বাক্ষরচিহ্নস্বরূপ অ্যাপাচি রেড অ্যাকসেন্ট।

ট্যুরিং ফিচার ও অ্যাক্সেসরিজ

ট্যুরিং রাইডারদের কথা মাথায় রেখে বাইকটিতে দেওয়া হয়েছে লাগেজ মাউন্ট, ক্র্যাশ গার্ড, এবং মডুলার অ্যাক্সেসরি মাউন্টস। TVS এই বাইকের জন্য GIVI-এর সঙ্গে পার্টনারশিপ করেছে, যার মাধ্যমে কুইক-রিলিজ প্যানিয়ার ও টপ বক্স অ্যাক্সেসরি পাওয়া যাবে।

প্রসঙ্গত, TVS Apache RTX কেবলমাত্র একটি নতুন বাইক নয়, বরং এটি TVS-এর অ্যাডভেঞ্চার সেগমেন্টে এক নতুন অধ্যায়ের সূচনা। শক্তিশালী ইঞ্জিন, উন্নত প্রযুক্তি, র‍্যালি-প্রেরিত ডিজাইন এবং প্রিমিয়াম ফিচার— সব মিলিয়ে এটি ভারতের মিড-সাইজ ট্যুরিং মোটরসাইকেল মার্কেটে এক গেমচেঞ্জার হয়ে উঠতে পারে।