ভারতের ক্রমবর্ধনমান অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে প্রবেশ করতে চলেছে TVS। আগামী মাস অর্থাৎ আগস্টে কোম্পানি লঞ্চ করতে পারে তাদের বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক TVS Apache RTX 300। বাজারে বাইকটি KTM 250 Adventure এবং Royal Enfield Himalayan 450-র মতো মডেলগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।
নতুন 299cc ইঞ্জিনে সজ্জিত TVS Apache RTX 300
এই নতুন বাইকে থাকছে TVS-এর ইনহাউস ডেভেলপ করা একেবারে নতুন 299cc লিকুইড-কুল্ড RTX D4 ইঞ্জিন। এই ইঞ্জিনটি 35 বিএইচপি শক্তি এবং 28.5 এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে থাকছে ৬-গতির গিয়ারবক্স, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। উল্লেখযোগ্যভাবে, এই নতুন ইঞ্জিনটি আগের BMW থেকে নেওয়া 312cc ইঞ্জিনের জায়গায় ব্যবহৃত হয়েছে, যা TVS-কে ভারতের অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে আরও শক্তিশালী প্রতিযোগী করে তুলবে।
গত বছর এই বাইকের বিষয়ে এক্সক্লুসিভ তথ্য ফাঁস হয়েছিল, এবং এরপর 2025 এক্সপো-তে বাইকটির সংক্ষিপ্ত প্রদর্শন দেখা গেছে। তারপর থেকে একাধিকবার বাইকটি টেস্টিং চলাকালীন রাস্তায় দেখা গেছে। বাইকের স্টান্স এবং সাইকেল পার্টস দেখে অনুমান করা যাচ্ছে, এটি সম্পূর্ণ অফ-রোডার না হলেও একটি রোড-ফোকাসড ট্যুরিং মডেল হবে। এতে দেওয়া হয়েছে ১৯-১৭ ইঞ্চির অ্যালয় হুইল কম্বিনেশন এবং রোড ওরিয়েন্টেড টায়ার। সাসপেনশনের ট্র্যাভেল অফ-রোডিংয়ের জন্য অত্যধিক না হলেও, TVS-এর স্ট্রিট বাইকগুলোর তুলনায় অনেকটাই উন্নত।
Honda Shine Electric ভারতে আসছে, নতুন ই-বাইকের পেটেন্ট ইমেজ ফাঁস
লং রাইডের জন্য আরামদায়ক
TVS Apache RTX 300-কে বিশেষভাবে ট্যুরিংয়ের উপযোগী করে তৈরি করা হয়েছে। এতে থাকবে একটি উঁচু উইন্ডস্ক্রিন, প্রশস্ত সিট এবং সোজা রাইডিং এরগোনমিকস, যা দীর্ঘ রাইডে রাইডারদের আরাম দেবে। বাইকটির উপর বসে রাইডিং অবস্থান হবে আরামদায়ক এবং দীর্ঘ সময় চালানোর জন্য উপযোগী।
ফিচার
এই বাইকটিতে থাকবে আধুনিক ও প্রিমিয়াম ফিচারের সমাহার। যেমন একটি কালার TFT ডিসপ্লে, মাল্টিপল রাইডিং মোড, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল ও ABS। এতে ব্যবহৃত হয়েছে ট্রেলিস ফ্রেম, যা সম্ভবত বিশেষভাবে এই বাইকটির জন্যই তৈরি করা হয়েছে।
TVS Apache RTX 300-এর দাম নির্ধারিত না হলেও, এটি KTM 250 Adventure এবং Royal Enfield Himalayan 450-এর মাঝামাঝি দামে বাজারে আসবে বলে অনুমান করা হচ্ছে। এই রেঞ্জে, এটি অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। প্রসঙ্গত, আগস্টে লঞ্চ হলে এটি হবে TVS-এর প্রথম অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, যা দেশের ADV বাইক বাজারে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।