উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই ভারতীয় বাইকপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল Triumph Motorcycles। কোম্পানি ঘোষণা করেছে তাদের জনপ্রিয় দুটি মডেল — Triumph Speed 400 ও Speed T4-এর দামে বড়সড় ছাড়। এই দুই বাইকের এক্স-শোরুম দাম সর্বাধিক ১৬,৭৯৭ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে এখন Speed 400-এর দাম দাঁড়িয়েছে ২,৩৩,৭৫৪ টাকা, আর Speed T4 কেনা যাবে ১,৯২,৫৩৯ টাকায়। আগে এই দুই বাইকের দাম ছিল যথাক্রমে ২,৫০,৫৫১ টাকা এবং ২,০৬,৭৩৮ টাকা। অর্থাৎ এবার এই প্রিমিয়াম মডেলগুলি আরও সহজলভ্য হয়ে গেল ভারতীয় বাজারে।
GST বৃদ্ধির মাঝেও গ্রাহকবান্ধব সিদ্ধান্ত
উল্লেখযোগ্যভাবে, এই দাম কমানোর সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন ৩৫০সিসি-র ওপরে মোটরসাইকেলের ওপর GST বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। এর ফলে প্রায় সব কোম্পানিই তাদের বড় ইঞ্জিনের বাইকগুলির দাম বাড়াতে বাধ্য হয়েছে। তবে Triumph ও তাদের পার্টনার Bajaj Auto সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে। তারা অতিরিক্ত ট্যাক্সের ভার নিজেরা বহন করে বাইকগুলির দাম অপরিবর্তিত রাখার পাশাপাশি, গ্রাহকদের স্বস্তি দিতে উল্টো দাম কমানোর পথ বেছে নিয়েছে।
এই পদক্ষেপ Triumph ও Bajaj-এর দীর্ঘমেয়াদি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। Bajaj Auto-এর Probiking বিভাগের প্রেসিডেন্ট মানিক নাঙ্গিয়া জানিয়েছেন, “আমরা স্বল্পমেয়াদি লাভ নয়, বরং ভারতের মিড-সাইজ মোটরসাইকেল মার্কেটে দীর্ঘমেয়াদি বৃদ্ধির দিকে নজর রাখছি। তাই GST বৃদ্ধির প্রভাব গ্রাহকদের উপর না ফেলে আমরা সেটি নিজেরা বহন করছি।”
Triumph Speed 400 ও Speed T4
Triumph-এর Speed সিরিজ বর্তমানে ভারতের মিড-সাইজ মোটরসাইকেল সেগমেন্টে কোম্পানির অন্যতম সফল লাইনআপ। Speed 400 এবং Speed T4 উভয়ই পারফরম্যান্স ও ডিজাইনের দিক থেকে ইউজারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। শক্তিশালী ইঞ্জিন, প্রিমিয়াম লুক এবং সহজ কন্ট্রোলের জন্য এই বাইকগুলো নতুন রাইডার থেকে অভিজ্ঞ মোটরসাইকেলপ্রেমী — সবার কাছেই সমান প্রিয়।
গত অর্থবছর ২০২৩–২৪-এ এই দুই মডেলের মাসিক বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে, যা Triumph-এর বাজারে জনপ্রিয়তার একটি বড় প্রমাণ। এখন দাম কমার ফলে এই বাইকগুলোর চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
গ্রাহকদের জন্য সেরা সময়
বর্তমান দামে Speed 400 এবং Speed T4 এখন তাদের সেগমেন্টে অন্যতম প্রতিযোগিতামূলক অফার হয়ে উঠেছে। যেখানে অন্য কোম্পানিগুলি ট্যাক্স বৃদ্ধির কারণে দামের ভার গ্রাহকদের উপর চাপিয়ে দিয়েছে, সেখানে Triumph ও Bajaj উল্টো পথে হেঁটে বাজারে নিজেদের গ্রাহকভিত্তি আরও শক্তিশালী করছে।
ফেস্টিভ সিজনের আগে এই দাম কমানোর সিদ্ধান্ত নিঃসন্দেহে বাইকপ্রেমীদের জন্য এক বড় উপহার। এখন যারা মিড-সাইজ সেগমেন্টে একটি প্রিমিয়াম, পারফরম্যান্স-ফোকাসড মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য Triumph Speed 400 ও Speed T4 হতে পারে সবচেয়ে লাভজনক বিকল্প।