অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে এল Toyota Camry Hybrid

Toyota Camry Hybrid

ভারতের বাজারে লঞ্চ করল Toyota Camry Hybrid Faceift। এমন দুর্দান্ত গাড়িটি কিনতে হলে আপনাকে দিতে হবে ৪১ লাখ ৭০ হাজার টাকা। ইতিমধ্যেই গাড়িটির এক ঝলক দেখিয়েছে সংস্থাটি। টয়োটা এ বছর নিজেদের পোর্টফোলিওতে একাধিক মডেল যোগ করতে চলেছে। আসুন আসন্ন লাক্সারি হাইব্রিড গাড়িটির সম্ভাব্য স্পেসিফিকেশন, ফিচার ও ইঞ্জিন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisements

Toyota Camry Hybrid Facelift: স্পেসিফিকেশন ও ফিচার
সেডান স্পোর্ট গাড়িটির সামনে রয়েছে একটি চওড়া ভি-শেপ গ্রিল, এলইডি ডিআরএল সহ এলইডি হেডলাইট, একটি ফ্রন্ট বাম্পার, ১৮ ইঞ্চির অ্যালয় হুইল, গোলাকৃতি ফগ ল্যাম্প, এলইডি টেললাইট ও আরো অন্যান্য।

বিলাসবহুল গাড়িটির অন্দরমহলে দেখা মিলতে পারে চমকদার সব ফিচার। যেমন অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো প্রযুক্তির দ্বারা সংযোগের সুবিধা সহ একটি ৯ ইঞ্চির টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অনুভূমিক এয়ার-কন ভেন্ট যুক্ত ‘ওয়াই’ (Y) আকৃতির ড্যাশবোর্ড, মধ্যেখানে বৃহৎ কাপ হোল্ডার, এটি সেন্ট্রাল আর্মরেস্ট সহ আরও অন্যান্য ফিচার।

Advertisements

Toyota Camry Hybrid Facelift-এ একটি ২.৫ লিটার পেট্রোল হাইব্রিড মোটর থাকবে। সেলফ-চার্জিং হাইব্রিড ইলেকট্রিক ড্রাইভট্রেন সহ এর ইঞ্জিনটি থেকে পাওয়া যেতে পারে ২১৫ বিএইচপি শক্তি। এর সাথে থাকবে ৬-স্পিড সিভিটি ট্রান্সমিশন।