ভারতের বাজারে লঞ্চ করল Toyota Camry Hybrid Faceift। এমন দুর্দান্ত গাড়িটি কিনতে হলে আপনাকে দিতে হবে ৪১ লাখ ৭০ হাজার টাকা। ইতিমধ্যেই গাড়িটির এক ঝলক দেখিয়েছে সংস্থাটি। টয়োটা এ বছর নিজেদের পোর্টফোলিওতে একাধিক মডেল যোগ করতে চলেছে। আসুন আসন্ন লাক্সারি হাইব্রিড গাড়িটির সম্ভাব্য স্পেসিফিকেশন, ফিচার ও ইঞ্জিন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Toyota Camry Hybrid Facelift: স্পেসিফিকেশন ও ফিচার
সেডান স্পোর্ট গাড়িটির সামনে রয়েছে একটি চওড়া ভি-শেপ গ্রিল, এলইডি ডিআরএল সহ এলইডি হেডলাইট, একটি ফ্রন্ট বাম্পার, ১৮ ইঞ্চির অ্যালয় হুইল, গোলাকৃতি ফগ ল্যাম্প, এলইডি টেললাইট ও আরো অন্যান্য।
বিলাসবহুল গাড়িটির অন্দরমহলে দেখা মিলতে পারে চমকদার সব ফিচার। যেমন অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো প্রযুক্তির দ্বারা সংযোগের সুবিধা সহ একটি ৯ ইঞ্চির টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অনুভূমিক এয়ার-কন ভেন্ট যুক্ত ‘ওয়াই’ (Y) আকৃতির ড্যাশবোর্ড, মধ্যেখানে বৃহৎ কাপ হোল্ডার, এটি সেন্ট্রাল আর্মরেস্ট সহ আরও অন্যান্য ফিচার।
Toyota Camry Hybrid Facelift-এ একটি ২.৫ লিটার পেট্রোল হাইব্রিড মোটর থাকবে। সেলফ-চার্জিং হাইব্রিড ইলেকট্রিক ড্রাইভট্রেন সহ এর ইঞ্জিনটি থেকে পাওয়া যেতে পারে ২১৫ বিএইচপি শক্তি। এর সাথে থাকবে ৬-স্পিড সিভিটি ট্রান্সমিশন।