Driving Tips: এসি চালালে গাড়ির মাইলেজ কম দিচ্ছে! মেনে চলুন সামান্য কিছু নিয়ম

গ্রীষ্মের দেখা মিলতে না মিলতেই বাড়িতে বাড়িতে ঘুরতে শুরু করেছে পাখা। আবার অনেকের বাড়িতে ইতিমধ্যেই হালকা করে শুরু হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র।

Tips to Improve Mileage While Running AC in Your Car

short-samachar

গ্রীষ্মের দেখা মিলতে না মিলতেই বাড়িতে বাড়িতে ঘুরতে শুরু করেছে পাখা। আবার অনেকের বাড়িতে ইতিমধ্যেই হালকা করে শুরু হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। তবে গরমে কাজের জন্য বাড়ি থেকে তো বেরোতেই হবে আর তখন ভরসা একমাত্র গাড়ির এসি। কিন্তু অনেকেই গাড়িতে এসি চালান না। কারণ একটাই, গাড়ির মাইলেজ কমে যাওয়া। গাড়ি ডিজেল হোক কিংবা পেট্রোল গাড়িতে এসি চালালে যে মাইলেজ কম পড়বে তা ভালোই বুঝতে পারেন সাধারণ মানুষ। কিন্তু এখানেই ভুল, বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমনটাই।

   

তারা বলছেন গাড়ির এসির সাথে মাইলেজের তেমন একটা সম্পর্ক নেই। তবে হ্যাঁ, বেশি পরিমাণে এসি চললে মাত্র ৩ থেকে ৭ শতাংশ মাইলেজ হেরফের হয়। কিন্তু তা বলে গরমে বসে থাকার কোনো মানে নেই। কারণ মাত্র কতগুলি পদ্ধতি মেনে চললেই গাড়ির এসির সাথে একদম তরতাজা থাকবে মাইলেজ। বিশেষজ্ঞরা বলছেন, গাড়ি সার্ভিসিংয়ের সাথে একবার এসি সার্ভিসিং খুবই জরুরি। যা এসির কম্প্রেসারকে সুস্থ রাখে।

আসলে এসি পাওয়ার নেই গাড়ির ইঞ্জিন থেকে ঠিক সেই কারণেই মাইলেজ সামান্য হেরফের হয়। তাই গাড়িতে ওঠার সময় জানলা খুলে রাখার পরামর্শ দিচ্ছেন তারা। কারণ তাতে গাড়ির ভেতরে আটকে থাকা গরম যাওয়া বেরিয়ে যাবে বাইরে এবং এসি বেশি কষ্ট না করেই সহজেই ঠান্ডা করবে গাড়ি। শুধু নয়, লং জার্নিতে যাওয়ার সময় মাঝে মধ্যে এসির গতি কম কিংবা বন্ধ করে রাখতে পারেন। যার ফলে গাড়ির জ্বালানি যেমন বাঁচবে ঠিক তেমন ভাবেই ঠান্ডা থাকবে গাড়ির ভেতর।