HomeBusinessAutomobile Newsগুরগাঁওয়ে চালু Tesla-র সর্বপ্রথম অল-ইন-ওয়ান সেন্টার

গুরগাঁওয়ে চালু Tesla-র সর্বপ্রথম অল-ইন-ওয়ান সেন্টার

- Advertisement -

গুরগাঁওয়ে টেসলা তাদের প্রথম Tesla Centre চালু করল, যা ভারতের ইলেকট্রিক মোবিলিটি ক্ষেত্রে কোম্পানির বড়সড় অগ্রযাত্রার ইঙ্গিত দিচ্ছে। অরকিড বিজনেস পার্কে অবস্থিত এই অত্যাধুনিক সেন্টারটি একই ছাদের নিচে বিক্রি, বিক্রয়োত্তর পরিষেবা, ডেলিভারি এবং ফাস্ট-চার্জিং সহ টেসলার সমস্ত ফিচার প্রদান করবে। চলতি বছরের গোড়াতেই ভারতের মার্কেটে আনুষ্ঠানিক প্রবেশের পর Model Y-এর বুকিং শুরু হয়েছে, যার দাম শুরু টাকা 59.89 লাখ থেকে এবং যার সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন হোম-চার্জিং সুবিধা। কোম্পানি জানিয়েছে, Model Y-এর ডেলিভারি বছর শেষ হওয়ার আগেই সম্পন্ন হবে। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV-গুলির মধ্যে Model Y অন্যতম এবং এর রয়েছে আন্তর্জাতিক মানের নিরাপত্তা রেটিং।

হরিয়ানার উন্নয়ন যাত্রায় EV ইন্ডাস্ট্রি বড় ভূমিকা রাখছে

সেন্টারের উদ্বোধনে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এই উদ্যোগকে গুরগাঁওয়ের জন্য “গর্বের মুহূর্ত” বলে উল্লেখ করেন। তিনি জানান, ভারতের মোট GDP-তে বর্তমানে হরিয়ানার অবদান 3.6 শতাংশ। রাজ্যের দাবি, তাদের রপ্তানি বেড়ে টাকা 70,000 কোটি থেকে 2025 সালে টাকা 2.75 লাখ কোটিতে পৌঁছেছে। সাইনি আরও জানিয়েছেন, গত কয়েক বছরে রাস্তা, এয়ার কানেক্টিভিটি এবং ইন্ডাস্ট্রিয়াল করিডরগুলির উন্নতির ফলে রাজ্যে মোবাইল, অটোমোবাইল এবং কৃষি-যান উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

   

ছোট ব্যবসার সুবিধার্থে একটি স্বতন্ত্র MSME বিভাগ তৈরি, প্রশাসনিক জটিলতা কমানো এবং 12 লাখের বেশি ক্ষুদ্র শিল্পকে সহায়তা করার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, ভবিষ্যতের প্রযুক্তির জন্য গুরগাঁওয়ে একটি AI হাব, ডিপ-টেক অ্যাডপশনের জন্য পৃথক Future Department এবং স্টার্ট-আপদের সাহায্যে টাকা 2,000-কোটি ভাণ্ডারের পরিকল্পনা চলছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, টেসলা ভবিষ্যতে হরিয়ানায় ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের পথ তৈরি করবে।

Tesla-র নতুন রোডম্যাপ

টেসলা ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার শরদ আগরওয়াল জানিয়েছেন, গুরগাঁওয়ের এই নতুন সেন্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভারতীয় গ্রাহকদের দৈনন্দিন জীবনে টেসলার পরিষেবাকে আরও সহজে অন্তর্ভুক্ত করা যায়। এখানে রয়েছে এক্সপেরিয়েন্স জোন, Model Y টেস্ট ড্রাইভ, V4 Supercharger এবং সম্পূর্ণ বিক্রয়োত্তর পরিষেবা। আগরওয়াল আরও জানিয়েছেন, NCR জুড়ে দ্রুতগতিতে টেসলার চার্জিং নেটওয়ার্ক বিস্তারের কাজ চলছে যাতে ইভি গ্রহণযোগ্যতা বাড়ে।

এই সেন্টারে দর্শনার্থীরা কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তি যেমন Optimus Gen 2 হিউম্যানয়েড রোবটও দেখতে পারবেন। মুম্বাই ও দিল্লিতে প্রদর্শিত হওয়ার পর এবার গুরগাঁওয়েও টেসলা এই রোবট আনার সিদ্ধান্ত নিয়েছে, যা কোম্পানির AI ও অটোমেশন গবেষণার দক্ষতা প্রদর্শন করে। এর আগে মুম্বাই ও দিল্লিতে এক্সপেরিয়েন্স সেন্টার এবং কয়েকটি প্রথম দিকের চার্জিং পয়েন্ট চালু করেছিল টেসলা।

NCR-এ দ্রুত বাড়ছে টেসলা-র চার্জিং নেটওয়ার্ক

গুরগাঁও ও দিল্লিতে আসন্ন One Horizon সাইট মিলিয়ে Tesla মোট চারটি চার্জিং স্টেশন পরিচালনা করবে। এখান থেকে গ্রাহকরা পাবেন 16টি Supercharger ও 10টি Destination Charger সুবিধা। কোম্পানির দাবি, V4 Supercharger ব্যবহার করে মাত্র 15 মিনিটে Model Y-তে 275 km পর্যন্ত রেঞ্জ যোগ করা সম্ভব, যা ব্যবহারকারীদের সহজে ‘প্লাগ-ইন, চার্জ অ্যান্ড গো’ অভিজ্ঞতা দিতে সক্ষম।

ভারতে বিক্রি, সার্ভিস ও চার্জিং—সবকিছুকে এক সঙ্গে আনার মাধ্যমে টেসলা শুধু তাদের উপস্থিতি বৃদ্ধি করছে না, বরং ভারতীয় ইলেকট্রিক ভেহিকল মার্কেটে আগামীর প্রতিযোগিতাকেও নতুন দিশা দিচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular