মঙ্গলে আসছে Tata Sierra – কী কী চমক থাকতে পারে জানুন

Tata Siera launching tomorrow

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে Tata Motors আগামীকাল, 25 নভেম্বর 2025-এ ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে নতুন প্রজন্মের Tata Sierra। বহুদিন ধরেই এই এসইউভি নিয়ে গাড়িপ্রেমীদের আগ্রহ ছিল চরমে, আর এবার কোম্পানি আনছে এর অফিশিয়াল স্পেসিফিকেশন, ফিচার এবং ইঞ্জিন সংক্রান্ত সব তথ্য। Hyundai Creta–র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসতে চলা নতুন Sierra ইতিমধ্যেই আলোচনায়।

Advertisements

নতুন Tata Sierra–র বাইরের ডিজাইন

বাইরে থেকে Sierra দেখতে প্রায় হুবহু সেই মডেলের মত যা Bharat Mobility Expo–তে প্রদর্শিত হয়েছিল। পুরো গাড়িটি বক্সি শেপ, ফ্ল্যাট বোনেট এবং ধারালো চরিত্রসূচক লাইন নিয়ে এসেছে, যা এটিকে আলাদা পরিচয় দিয়েছে। সামনে রয়েছে যুক্ত LED ডে-টাইম রানিং লাইট, তীক্ষ্ণ হেডল্যাম্প এবং কালো গ্রিল। সাইডে চকচকে কালো ক্ল্যাডিং, আন্ডারবডি প্রোটেকশন এবং নতুন 19-inch অ্যালয় হুইল এটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে। পেছনে যুক্ত LED টেলল্যাম্প, ইন-বিল্ট স্টপ লাইটসহ স্পয়লার এবং সিলভার স্কিডপ্লেট ডিজাইনকে সম্পূর্ণ করেছে। Tata এই মডেলটি আনছে মোট 6টি মনোটোন রঙে—প্রিস্টিন হোয়াইট, পিওর গ্রে, কুর্গ ক্লাউডস, বেঙ্গল রুজ, আন্দামান অ্যাডভেঞ্চার এবং মুন্নার মিস্ট।

   

কেবিনে নতুনত্ব এবং প্রযুক্তির ছোঁয়া

অভ্যন্তরে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে দীর্ঘ জুড়ে থাকা TheaterPro ট্রিপল-স্ক্রিন সেটআপ, যেখানে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সেন্ট্রাল ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং কো-ড্রাইভারের জন্য আলাদা ডিসপ্লে। যদিও এই তিন-স্ক্রিন সেটআপ শুধুমাত্র উচ্চতর ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, বাকি ভ্যারিয়েন্টে থাকবে দুই-স্ক্রিন লেআউট।

Harrier EV–তে থাকা চার-স্পোক স্টিয়ারিং হুইল Sierra–তেও ব্যবহৃত হয়েছে, যেখানে আলোকিত Tata লোগো নজর কাড়বে। ফিচারের তালিকায় রয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, এবং JBL অডিও সিস্টেম ডলবি অ্যাটমস সহ।

Advertisements

ইঞ্জিন এবং শক্তি

টাটা সিয়েরা পেট্রোল ও ডিজেল — দুই ধরনের ইঞ্জিন অপশনে আসতে পারে। টার্বো-পেট্রোল ভ্যারিয়েন্টে Tata–র নতুন Hyperion 1.5-litre ইঞ্জিন দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। আর ডিজেল ভ্যারিয়েন্টে Harrier এবং Safari–তে ব্যবহৃত 2.0-litre টার্বো ডিজেল ইঞ্জিনই থাকবে। দুই ভ্যারিয়েন্টেই থাকতে পারে ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স অপশন।

প্রত্যাশিত দাম

Hyundai Creta এবং Kia Seltos–কে টক্কর দিতে Sierra বাজারে আসছে আকর্ষণীয় মূল্য ট্যাগ নিয়ে। লঞ্চ অফারের অংশ হিসেবে এর শুরুর দাম থাকতে পারে প্রায় 10.49 লাখ টাকা, আর টপ ভ্যারিয়েন্টে দাম পৌঁছাতে পারে 20 লাখ টাকারও উপরে। প্রসঙ্গত, Tata Sierra–র লঞ্চের সঙ্গে ভারতীয় SUV বাজারে নতুন উত্তাপ তৈরি হবে বলেই ধারণা করা হচ্ছে। গাড়িপ্রেমীদের এখন শুধু অপেক্ষা—আগামীকালের অফিশিয়াল ঘোষণার।