গাড়ির বাজারে টাটা’র চমক, এবারে কার্ভ আসছে পেট্রোল-ডিজেল ইঞ্জিনে

ভারতে ইলেকট্রিক গাড়ির বাজার কাঁপিয়ে টাটা কার্ভ ইভি (Tata Curvv EV) সদ্য লঞ্চ হয়েছে। এটির দাম রাখা হয়েছে ১৭.৪৯ লক্ষ থেকে ২১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।…

Tata-Curvv-ICE

ভারতে ইলেকট্রিক গাড়ির বাজার কাঁপিয়ে টাটা কার্ভ ইভি (Tata Curvv EV) সদ্য লঞ্চ হয়েছে। এটির দাম রাখা হয়েছে ১৭.৪৯ লক্ষ থেকে ২১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এবারে গাড়িটির পেট্রোল ও ডিজেল ভার্সন আনার পালা। টাটা মোটরস (Tata Motors) ইতিমধ্যেই এর জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী ২ সেপ্টেম্বর দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে টাটা কার্ভ আইসিই (Tata Curvv ICE)। ওইদিনই মডেলটির দাম ঘোষণা করবে সংস্থা।

টাটা কার্ভ আইসিই : খুঁটিনাটি

   

সম্মুখের ডিজাইন হিসেবে টাটা কার্ভ আইসিই-তে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল সহ স্প্লিট হেডল্যাম্প, সামনে ও পেছনে এলইডি লাইট বার, এলইডি হেডলাইট, ডুয়েল টোন অ্যালয় হুইল, ফ্ল্যাশ ফিটিং ডোর হ্যান্ডেল ও এলইডি টেললাইট। পাঁচটি কালার অপশনে বেছে নেওয়া যাবে এই গাড়ি।

গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে টাটা কার্ভ আইসিই-তে ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন সিস্টেম, প্যানোরামিক সানরুফ, রিয়ার এসি ভেন্টস, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জার, পাওয়ার্ড টেলগেট, অটো-হোল্ড ফাংশন ও দ্বিতীয় পর্যায়ের অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS) এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিটের দেখা মিলবে।

টাটা কার্ভ আইসিই তিন ধরণের ইঞ্জিনের বিকল্পে আসবে। যথা ১.২ লিটার টার্বো পেট্রোল (১১৮ বিএইচপি ও ১৭০ এনএম ), ১.৫ লিটার ডিজেল (১১৫ বিএইচপি ও ২৬০ এনএম), এবং নতুন ১.২ লিটার জিডিআই টার্বো পেট্রোল ইঞ্জিন (১২৫ বিএইচপি ও ২২৫ এনএম)। ট্রান্সমিশন হিসেবে থাকবে সিক্স স্পিড ম্যানুয়াল ও সেভেন স্পিড ডিসিটি। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, ভারতে এই প্রথম ডিজেল ইঞ্জিন যুক্ত কোন গাড়ি সেভেন স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন সহ আসতে চলেছে। এর দাম ১২ থেকে ১৮ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে ধার্য করা হবে বলে অনুমান করা হচ্ছে।