ফুল চার্জে ছুটবে ৫৮৫ কিমি, টাটা লঞ্চ করল দুর্ধর্ষ ইলেকট্রিক গাড়ি

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে লঞ্চ হল টাটা কার্ভ ইভি (Tata Curvv EV)। বৈদ্যুতিক গাড়ির বাজারে ক্যুপ স্টাইলের এই ইলেকট্রিক মডেলটি আলোড়ন ফেলবে…

Tata-Curvv-EV

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে লঞ্চ হল টাটা কার্ভ ইভি (Tata Curvv EV)। বৈদ্যুতিক গাড়ির বাজারে ক্যুপ স্টাইলের এই ইলেকট্রিক মডেলটি আলোড়ন ফেলবে বলে আত্মবিশ্বাসী টাটা মোটরস (Tata Motors)। দাম ১৭.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। এর টপ-এন্ড ভ্যারিয়েন্টের মূল্য ২১.৯৯ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে (এক্স-শোরুম)। ভারতে এই গাড়ি পাঁচ ভ্যারিয়েন্ট এবং দু’টি মোটর অপশনে বেছে নেওয়া যাবে। কার্ভ ইভি, টাটার সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ি। তাই এটি সংস্থার ফ্ল্যাগশিপ মডেলের তকমা পেয়েছে। সংস্থা সূত্রে খবর, আগামী ১২ অগস্ট থেকে এর বুকিং গ্রহণ চালু হচ্ছে। চলুন মডেলটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

টাটা কার্ভ ইভি : ডিজাইন

   

ফিউচারিস্টিক ডিজাইনে বাজারে পা রেখেছে টাটা কার্ভ ইভি। স্পোর্টি লুকের এই ক্যুপ মডেলে রয়েছে স্লিক এলইডি হেডলাইট ও বোল্ড গ্রিল। এছাড়া দেওয়া হয়েছে অ্যালয় হুইল, স্লিক এলইডি টেললাইট (প্রস্থ বরাবর বিস্তৃত)। 

টাটা কার্ভ ইভি : ফিচার্স

কার্ভ ইভি-তে অত্যাধুনিক ও সুরক্ষাজনিত ফিচার্স প্রদানের ক্ষেত্রে টাটা মোটরস একেবারেই কার্পণ্য করেনি। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের তালিকায় উপস্থিত লেটেস্ট কানেক্টিভিটি অপশন সহ সেন্ট্রালি মাউন্টেড টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়া ড্রাইভিংয়ের প্রয়োজনীয় যাবতীয় তথ্য ভেসে ওঠার জন্য ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল দেওয়া হয়েছে। 

টাটা কার্ভ ইভি-তে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একটি প্যানোরামিক সানরুফ, পাওয়ার্ড টেলগেট, নতুন চাবি, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ওয়্যারলেস চার্জার, বৈদ্যুতিক পার্কিং ব্রেক এবং একটি ইঞ্জিন স্টার্ট-স্টপ বটন। সুরক্ষাজনিত ফিচার্স হিসেবে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ইএসপি, অটো-হোল্ড, অল-ডিস্ক ব্রেক এবং দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস (ADAS)। 

Tata Punch এখন অতীত, জুলাইয়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হুন্ডাইয়ের এই গাড়ি

টাটা কার্ভ ইভি : ব্যাটারি ও পাওয়ারট্রেন

টাটার অন্যান্য ইলেকট্রিক গাড়ির মতোই কার্ভ ইভি, লং-রেঞ্জ ভ্যারিয়েন্টে আনা হয়েছে। এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ৪৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। ফুল চার্জে এটি থেকে ৫০২ কিলোমিটার পথ চলবে বলে দাবি করেছে সংস্থা। অন্যদিকে কার্ভ ইভি-র হায়ার ভ্যারিয়েন্টটি একটি ৫৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ এসেছে। এটি ৫৮৫ কিমি রেঞ্জ প্রদানের প্রতিশ্রুতি দেয়। acti.ev প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি এই গাড়িটি ফাস্ট চার্জিং সমর্থন করবে। ডিসি চার্জার দ্বারা চার্জ করালে ১৫ মিনিটেই ১৫০ কিলোমিটার পথ চলার শক্তি অর্জন করবে মডেলটি।