টাটা নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে, কিনতে চাইলে এভাবে বুক করুন

গত ৭ অগস্ট ভারতের বাজারে লঞ্চ হয়েছে টাটার অন্যতম সাধের ইলেকট্রিক গাড়ি টাটা কার্ভ ইভি (Tata Curvv EV)। এর ইন্ট্রোডাক্টরি প্রাইস রাখা হয়েছে ১৭.৪৯ লাখ…

Tata-Curvv-ev

গত ৭ অগস্ট ভারতের বাজারে লঞ্চ হয়েছে টাটার অন্যতম সাধের ইলেকট্রিক গাড়ি টাটা কার্ভ ইভি (Tata Curvv EV)। এর ইন্ট্রোডাক্টরি প্রাইস রাখা হয়েছে ১৭.৪৯ লাখ থেকে ২১.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। এবারে কোম্পানি তাদের এই ইলেকট্রিক গাড়ির বুকিং গ্রহণ শুরুর কথা ঘোষণা করল। আগ্রহী ক্রেতারা দেশের যে কোন প্রান্ত থেকে বুকিং করতে পারবেন। 

কার্ভ ইভি-র বুকিংয়ের জন্য টাটা একটি আলাদা ওয়েবসাইট খুলেছে। ক্রেতারা তাই অনলাইনের পাশাপাশি সংস্থার রিটেল আউটলেটে গিয়েও গাড়িটি বুক করতে পারবেন। চলুন অনলাইনে কীভাবে বুকিং করবেন, তার খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

   

Tata Curvv EV: অনলাইনে বুকিং পদ্ধতি

গাড়িটি টাটার আলাদা মাইক্রোসাইট থেকে বুক করা যাচ্ছে। আগ্রহী ক্রেতারা সেই ওয়েবসাইটে গিয়ে নিজেদের পছন্দের ট্রিমটি বেছে নিতে পারবেন। আবার সেখানে প্রদেয় টুলের মাধ্যমে গাড়ির কনফিগারেশন ও কালার বদলাতে পারবেন। আবার বৈদ্যুতিক গাড়িটির বিভিন্ন অ্যাক্সেসরিজ অর্ডার করা যাবে।

এরপর মাইক্রোসাইটে টাটা কার্ভ ইভি-এর আনুমানিক ডেলিভারির তারিখ দেখাবে। বেছে নেওয়া অ্যাক্সেসরিজ ও ট্রিমের উপর ভিত্তি করে সেখানে ইএমআই-এর পরিমাণ ও গাড়িটির এক্স-শোরুম প্রাইস প্রদর্শিত হবে সেখানে। সাইটে মডেলটি বুক করার অপশন আসবে। এভাবে অনলাইনে কিনতে পারবেন টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি। আবার টাটার শোরুমে গিয়েও এটি কেনা যাবে। চলুন মডেলটির ফিচার্স, ব্যাটারি ও পাওয়ারট্রেন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Tata Curvv EV : ব্যাটারি ও পাওয়ারট্রেন

Advertisements

টাটার অন্যান্য ইলেকট্রিক গাড়ির মতোই কার্ভ ইভি, লং-রেঞ্জ ভ্যারিয়েন্টেও আনা হয়েছে। এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ৪৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। ফুল চার্জে এটি থেকে ৫০২ কিলোমিটার পথ চলবে বলে দাবি করেছে সংস্থা। অন্যদিকে কার্ভ ইভি-র হায়ার ভ্যারিয়েন্টটি একটি ৫৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ এসেছে। এটি ৫৮৫ কিমি রেঞ্জ প্রদানের প্রতিশ্রুতি দেয়। acti.ev প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি এই গাড়িটি ফাস্ট চার্জিং সমর্থন করবে। ডিসি চার্জার দ্বারা চার্জ করালে ১৫ মিনিটেই ১৫০ কিলোমিটার পথ চলার শক্তি অর্জন করবে মডেলটি।

Tata Curvv EV : ফিচার্স

কার্ভ ইভি-তে অত্যাধুনিক ও সুরক্ষাজনিত ফিচার্স প্রদানের ক্ষেত্রে দরাজ হস্ত ছিল টাটা মোটরস। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের তালিকায় রয়েছে লেটেস্ট কানেক্টিভিটি অপশন সহ সেন্ট্রালি মাউন্টেড টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়া ড্রাইভিংয়ের প্রয়োজনীয় যাবতীয় তথ্য ভেসে ওঠার জন্য ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল দেওয়া হয়েছে। 

স্বধীনতা দিবসের পর নতুন টু হুইলার লঞ্চ করছে TVS, কোন মডেল হতে পারে দেখুন

টাটা কার্ভ ইভি-তে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একটি প্যানোরামিক সানরুফ, পাওয়ার্ড টেলগেট, নতুন চাবি, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ওয়্যারলেস চার্জার, বৈদ্যুতিক পার্কিং ব্রেক এবং একটি ইঞ্জিন স্টার্ট-স্টপ বটন। সুরক্ষাজনিত ফিচার্স হিসেবে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ইএসপি, অটো-হোল্ড, অল-ডিস্ক ব্রেক এবং দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস (ADAS)।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News