‘ববার’ বাইকের বাজারে দশ গোল দিতে Royal Enfield আনছে নতুন মডেল, রইল যাবতীয় খুঁটিনাটি

ভারতে রেট্রো বাইকের বৃহত্তম নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বিগত কয়েক মাস ধরে একাধিক মোটরসাইকেলের টেস্ট রান চালাচ্ছে। যার মধ্যে একটি হল Royal Enfield Goan…

royal enfield goan classic 350's 5 highlights

ভারতে রেট্রো বাইকের বৃহত্তম নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বিগত কয়েক মাস ধরে একাধিক মোটরসাইকেলের টেস্ট রান চালাচ্ছে। যার মধ্যে একটি হল Royal Enfield Goan Classic 350। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি সংস্থার বেস্ট সেলিং বাইক Classic 350 এর উপর ভিত্তি করে আসছে। ডিজাইনার দিক থেকে এটি একটি ববার বাইক। জানা গিয়েছে, এবছর ‘মোটোভার্স’-এর মঞ্চে আত্মপ্রকাশ করবে বাইকটি। কেমন বৈশিষ্ট্যের সঙ্গে আসতে পারে এই বাইক, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ডিজাইন 

   

ফাঁস হওয়া একাধিক ছবি থেকে এতদিনে এটি স্পষ্ট যে Royal Enfield-এর Goan Classic 350 আদপে স্ট্যান্ডার্ড ভার্সনের সামান্য পরিবর্তিত রূপ। হার্ডওয়্যারে সর্বাধিক বদল ঘটানো হয়েছে। যার মধ্যে রয়েছে দীর্ঘ U-আকৃতির হ্যান্ডেলবার, হোয়াইট ওয়াল টায়ার, এবং ডিটাচেবেল পিলিয়ন সিট। অর্থাৎ পিছনের যাত্রীর সিট চালক চাইলে খুলেও রাখতে পারবেন। এতে ববার বৈশিষ্ট্য অধিক প্রকট হবে।

ভারতীয় বাজারে শোরগোল ফেলে লঞ্চ হল নতুন পালসার বাইক

ফিচার

রাতের অন্ধকার পথে দিনের মতো আলো দিতে এতে থাকছে এলইডি হেড লাইট। আশা করা হচ্ছে, স্ট্যান্ডার্ড ভার্সনের ইন্সট্রুমেন্ট কনসোল সহ হাজির হবে Goan Classic 350। এছাড়া এতে সিঙ্গেল পড ইউনিট এবং ট্রিপার নেভিগেশনের দেখা মিলবে। যদি এই বাইক একাধিক ভ্যারিয়েন্টে অফার করা হয়, সেক্ষেত্রে – সিঙ্গেল এবং ডুয়েল চ্যানেল এবিএস আলাদাভাবে বেছে নেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। 

পথ চলা হবে আরও আরামদায়ক! নয়া ভার্সনের KTM 390 Adventure R এই বিশেষ বৈশিষ্ট্য সহ আসছে

ইঞ্জিন 

Goan Classic 350-কে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে রয়্যাল এনফিল্ডের J-সিরিজ ৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। এই একই ইঞ্জিন Classic 350, Meteor 350, Hunter 350 ও Bullet 350-তেও ব্যবহার করা হয়েছে। মোটরের সঙ্গে থাকছে ৫-স্পিড গিয়ারবক্স। 

WhatsApp আনছে তোলপাড় করা ফিচার, Meta AI-এর হাতযশ করবে মুশকিল আসান

হার্ডওয়্যার 

রয়্যাল এনফিল্ড তাদের Goan Classic 350-তে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার শক অফার করবে। ব্রেকিংয়ের জন্য দু’চাকাতেই থাকছে ডিস ব্রেক। স্পোক হুইল ও রোড-বেসড টায়ারে দৌড়াবে বাইকটি। তবে এর বেস ভ্যারিয়েন্টের পেছনের চাকায় ড্রাম ব্রেকের দেখা মিলতে পারে। 

দাম

Royal Enfield-এর Goan Classic 350-এর দাম ২.১০ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি, এই বাইক স্ট্যান্ডার্ড Classic 350-এর উপরে স্থান পাবে।