Royal Enfield Himalayan 750 এনে বড় ইঞ্জিনের বাইকের বাজার ধরতে মরিয়া রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। তাদের সবচেয়ে বড় ক্যাপাসিটির মোটরসাইকেল Himalayan 750 আগামী EICMA 2025 মোটর শো-তে উন্মোচিত হতে পারে বলে জোর জল্পনা চলছে। গত কয়েক বছর ধরে কোম্পানি তাদের নতুন এবং গুরুত্বপূর্ণ মডেলগুলি এই আন্তর্জাতিক মোটর শো-তে প্রদর্শন করে আসছে, এবং এইবারের প্রধান আকর্ষণ হতে পারে নতুন Himalayan 750।
Royal Enfield Himalayan 750-এর টেস্টিং প্রায় শেষ
ভারত ও বিদেশে একাধিকবার টেস্টিং চলাকালীন ধরা পড়েছে নতুন Royal Enfield Himalayan 750। এর ঝলক দেখে মনে হচ্ছে বাইকটি প্রোডাকশন-রেডি পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার হবে কোম্পানির নতুন ৭৫০সিসি প্ল্যাটফর্ম থেকে আসা প্রথম মডেলগুলির মধ্যে একটি।
টেস্ট মডেল দেখে বোঝা গিয়েছে বাইকটিতে থাকবে নতুন ফ্রেম ও সাবফ্রেম, যা USD ফর্ক ও মোনোশক সাসপেনশন দ্বারা পরিচালিত। খুব সম্ভবত অ্যাডজাস্টেবল সাসপেনশনও যুক্ত হবে এতে। ১৯-ইঞ্চি ফ্রন্ট হুইল থাকায় এটি মূলত স্পোর্টস ট্যুরার সেগমেন্টে পজিশন করা হবে, অ্যাডভেঞ্চার বাইক হিসেবে নয়। প্রোডাকশন মডেলে টিউবলেস ওয়্যার-স্পোক হুইল দেওয়ার সম্ভাবনাও প্রবল।
আসছে KTM 160 Duke, অগস্টের শেষেই ভারতে লঞ্চ হবে নতুন স্ট্রিটফাইটার
ফিচারে আধুনিক প্রযুক্তির ছোঁয়া
নতুন Himalayan 750-এ TFT ডিসপ্লে যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যা ব্লুটুথ কানেক্টিভিটি ও নেভিগেশন সাপোর্ট করবে। এছাড়াও থাকবে ক্রুজ কন্ট্রোল সহ আরও উন্নত ফিচার, যা দীর্ঘ ভ্রমণে আরাম ও সুবিধা দেবে।
এই বাইকে ব্যবহার করা হবে নতুন ৭৫০সিসি ইঞ্জিন, যা মূলত ৬৫০সিসি ইঞ্জিনের বোর-আপ সংস্করণ। এই ইঞ্জিন থেকে ৫০ বিএইচপির বেশি পাওয়ার ও প্রায় ৬০ এনএম টর্ক উৎপন্ন হবে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে দীর্ঘপথের ট্যুরিং ও হাইওয়ে রাইডে পারফরম্যান্স হবে আরও শক্তিশালী।
Royal Enfield Himalayan 750 বাইকটি সর্বপ্রথম বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতেই প্রথম লঞ্চ করা হবে। এক্স-শোরুম প্রায় ৪ লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে। Himalayan 750 বাজারে এলে এটি ভারতীয় প্রিমিয়াম ট্যুরিং সেগমেন্টে বড়সড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।