বিরাট ইঞ্জিনে বিক্রম দেখাবে Royal Enfield Himalayan 750! EICMA 2025-এ আত্মপ্রকাশ

Royal Enfield Himalayan 750 এনে বড় ইঞ্জিনের বাইকের বাজার ধরতে মরিয়া রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। তাদের সবচেয়ে বড় ক্যাপাসিটির মোটরসাইকেল Himalayan 750 আগামী EICMA 2025…

Royal Enfield Himalayan 750

Royal Enfield Himalayan 750 এনে বড় ইঞ্জিনের বাইকের বাজার ধরতে মরিয়া রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। তাদের সবচেয়ে বড় ক্যাপাসিটির মোটরসাইকেল Himalayan 750 আগামী EICMA 2025 মোটর শো-তে উন্মোচিত হতে পারে বলে জোর জল্পনা চলছে। গত কয়েক বছর ধরে কোম্পানি তাদের নতুন এবং গুরুত্বপূর্ণ মডেলগুলি এই আন্তর্জাতিক মোটর শো-তে প্রদর্শন করে আসছে, এবং এইবারের প্রধান আকর্ষণ হতে পারে নতুন Himalayan 750।

Royal Enfield Himalayan 750-এর টেস্টিং প্রায় শেষ

ভারত ও বিদেশে একাধিকবার টেস্টিং চলাকালীন ধরা পড়েছে নতুন Royal Enfield Himalayan 750। এর ঝলক দেখে মনে হচ্ছে বাইকটি প্রোডাকশন-রেডি পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই নতুন অ্যাডভেঞ্চার ট্যুরার হবে কোম্পানির নতুন ৭৫০সিসি প্ল্যাটফর্ম থেকে আসা প্রথম মডেলগুলির মধ্যে একটি।

   

টেস্ট মডেল দেখে বোঝা গিয়েছে বাইকটিতে থাকবে নতুন ফ্রেম ও সাবফ্রেম, যা USD ফর্ক ও মোনোশক সাসপেনশন দ্বারা পরিচালিত। খুব সম্ভবত অ্যাডজাস্টেবল সাসপেনশনও যুক্ত হবে এতে। ১৯-ইঞ্চি ফ্রন্ট হুইল থাকায় এটি মূলত স্পোর্টস ট্যুরার সেগমেন্টে পজিশন করা হবে, অ্যাডভেঞ্চার বাইক হিসেবে নয়। প্রোডাকশন মডেলে টিউবলেস ওয়্যার-স্পোক হুইল দেওয়ার সম্ভাবনাও প্রবল।

আসছে KTM 160 Duke, অগস্টের শেষেই ভারতে লঞ্চ হবে নতুন স্ট্রিটফাইটার

Advertisements

ফিচারে আধুনিক প্রযুক্তির ছোঁয়া

নতুন Himalayan 750-এ TFT ডিসপ্লে যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যা ব্লুটুথ কানেক্টিভিটি ও নেভিগেশন সাপোর্ট করবে। এছাড়াও থাকবে ক্রুজ কন্ট্রোল সহ আরও উন্নত ফিচার, যা দীর্ঘ ভ্রমণে আরাম ও সুবিধা দেবে।

এই বাইকে ব্যবহার করা হবে নতুন ৭৫০সিসি ইঞ্জিন, যা মূলত ৬৫০সিসি ইঞ্জিনের বোর-আপ সংস্করণ। এই ইঞ্জিন থেকে ৫০ বিএইচপির বেশি পাওয়ার ও প্রায় ৬০ এনএম টর্ক উৎপন্ন হবে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে দীর্ঘপথের ট্যুরিং ও হাইওয়ে রাইডে পারফরম্যান্স হবে আরও শক্তিশালী।

Royal Enfield Himalayan 750 বাইকটি সর্বপ্রথম বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতেই প্রথম লঞ্চ করা হবে। এক্স-শোরুম প্রায় ৪ লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে। Himalayan 750 বাজারে এলে এটি ভারতীয় প্রিমিয়াম ট্যুরিং সেগমেন্টে বড়সড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।