গোয়াতে অনুষ্ঠিত মোটোভার্স ২০২৪-এ একের পর এক চমক হাজির করে চলেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। Goan Classic 350 ববার বাইক লঞ্চের পর এবারে একটি বাইকের নতুন কালার অপশন সর্বসমক্ষে হাজির করল সংস্থা। কোন বাইক শুনবেন? এটি হচ্ছে Royal Enfield Guerrilla 450। বাইকটি নতুন ব্রোঞ্জ কালার দেখানো হয়েছে।
KTM 890 Duke R নাকি Triumph Street Triple 765 RS, কোন স্ট্রিটফাইটার বাইক বেশি ভালো
Royal Enfield Guerrilla 450 নতুন কালারে এল
তবে সংস্থার তরফে জানানো হয়েছে Royal Enfield Guerrilla 450-এর নতুন রঙের বিকল্পটি ২০২৫-এর জানুয়ারি থেকে উপলন্ধ হবে। ব্রোঞ্জ কালারের সঙ্গে বিদ্যমান রঙের বিকল্পগুলির বিক্রিও জারি রাখা হবে বলে জানানো হয়েছে। এগুলি হল – ব্রেভ ব্লু, ইয়েলো রিবন, গোল্ড ডিপ, প্লায়া ব্ল্যাক এবং স্মোক। মোটরসাইকেলটির বর্তমান বাজারমূল্য ২.৩৯ লক্ষ টাকা থেকে ২.৫৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
এগিয়ে চলার শক্তি জোগাতে Guerrilla 450-এ দেওয়া হয়েছে একটি ৪৫০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এর আউটপুট ৮,০০০ আরপিএম গতিতে ৩৯ বিএইচপি পাওয়ার এবং ৫,৫০০ আরপিএম গতিতে ৪০ এনএম টর্ক। ইঞ্জিনকে সঙ্গ দিতে রয়েছে ৬-স্পিড ট্রান্সমিশন এবং স্লিপ ও অ্য়াসিস্ট ক্লাচ।
ববার বাইকের বাজারে হইচই ফেলে লঞ্চ হল Royal Enfield Goan Classic 350, দাম কত?
Royal Enfield Guerilla 450-এ ১৪০ মিমি ট্রাভেল সহ একটি ৪৩ মিমি আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক ও ১৫০ মিমি ট্রাভেল সহ লিঙ্কেজ টাইপ মোনোশক রয়েছে। এতেও ডুয়েল চ্যানেল এবিএস সহ ৩১০ মিমি ফ্রন্ট ও ২৭০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক অফার করা হয়। যদিও এই বাইকের টায়ার হচ্ছে অফরোড এবং এতে রয়েছে স্পোক হুইল। ফলে যে কোন ধরনের রাস্তায় চলতে সক্ষম হবে এটি। ফিচার হিসাবে রয়েছে ট্রিপার ড্য়াশ, একটি ফুল ডিজিটাল ডিসপ্লে, যেখানে গুগল ম্য়াপ, ওয়াইফাই কানেক্টিভিটি, এলইডি লাইটিং।