চাপে Jawa-Yezdi! নভেম্বরে Royal Enfield আনছে নতুন ববার বাইক, কেমন হবে এটি?

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) গত এক বছর ধরে একটি ভিন্ন ডিজাইনের মোটরসাইকেল তৈরির কাজ চালাচ্ছে। এটি হচ্ছে – Royal Enfield Goan Classic 350। এটি একটি…

Royal-Enfield-Goan-Classic

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) গত এক বছর ধরে একটি ভিন্ন ডিজাইনের মোটরসাইকেল তৈরির কাজ চালাচ্ছে। এটি হচ্ছে – Royal Enfield Goan Classic 350। এটি একটি ববার বাইক। অর্থাৎ কেবলমাত্র চালকের বসার ব্যবস্থা থাকবে। সংস্থার সবথেকে জনপ্রিয় Classic 350-এর নতুন এডিশন এটি। বিগত দিনে বহুবার বাইকটিকে রাস্তায় দেখা গিয়েছে। এবারে আসন্ন ‘২০২৪ মোটোভার্স’-এ আত্মপ্রকাশ করবে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। 

আসলে ৩৫০ সিসি বাইকের বাজারে দখল বাড়াতেই এই নতুন উদ্যোগ সংস্থার। মডেলটির আপাদমস্তক ভিন্টেজ স্টাইল নজরে পড়বে। আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা রয়্যাল এনফিল্ডের বার্ষিক বাইক প্রদর্শনী’তে এটি উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে ক্রেতাদের জন্য প্রতি বছর নতুন চমক নিয়ে হাজির হয় সংস্থা। এবারও তার অন্যথা হচ্ছে না। 

   

Royal Enfield Goan Classic 350-তে থাকছে বিখ্যাত এপ-স্টাইলের হ্যান্ডেল বার, সিঙ্গেল স্কুপ সিট এবং হোয়াইট ওয়াল টায়ার। এই বৈশিষ্ট্যগুলি ক্লাসিক ৩৫০-এর স্ট্যান্ডার্ড ভার্সন থেকে মডেলটিকে আলাদা করবে। যদিও বাইকটির সিংহভাগ কারিগরি বৈশিষ্ট্য ক্লাসিক ৩৫০ থেকেই নেওয়া হয়েছে। এদের ইঞ্জিনও অভিন্ন।

KTM 200 Duke নিয়ে বড় ঘোষণা সংস্থার! পুজোতেই মিলতে পারে সুখবর

গোয়ান ক্লাসিক ৩৫০-এর ৩৪৯ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন থেকে ৬,১০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে থাকছে ৫-গতির গিয়ারবক্স। একটি ক্র্যাডেল ফ্রেমের সঙ্গে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে টুইন শক অ্যাবজর্বারে ভর করে ছুটবে বাইকটি। দু’চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। Royal Enfield Goan Classic 350-এর দাম ২.১ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।