C6-এর পর আরও এক ই-বাইক, রয়্যাল এনফিল্ডের নতুন অধ্যায়ের সূচনা

সোমবার রয়্যাল এনফিল্ড (Royal Enfield) প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল উন্মোচন করেছে। এর মাধ্যমে কার্যত এক নতুন অধ্যায়ের সূচনা করেছে সংস্থা। তবে একটিই নয়, তাদের আসন্ন একাধিক…

Royal Enfield Flying Flea S6 unveiled

সোমবার রয়্যাল এনফিল্ড (Royal Enfield) প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল উন্মোচন করেছে। এর মাধ্যমে কার্যত এক নতুন অধ্যায়ের সূচনা করেছে সংস্থা। তবে একটিই নয়, তাদের আসন্ন একাধিক মডেলের ঘোষণা করেছে কোম্পানি। “ফ্লাইং ফ্লি” (Flying Flea) সাব-ব্র্যান্ডের অধীনে এগুলি আনা হয়েছে। C6 বাদেও আরও একটি স্ক্র্যাম্বলার মডেলের বিষয়ে ঘোষণা করেছে সংস্থা। এটিও সম্পূর্ণ ব্যাটারিতে নির্ভর করে চলবে।

Hero আনছে শক্তিশালী 250cc বাইক, থাকছে আধুনিক ডিজাইন ও শক্তিশালী ইঞ্জিন

   

এই স্ক্র্যাম্বলার বাইকটির নাম Royal Enfield Flying Flea S6। অনুমান করা হচ্ছে, C6-এর বিক্রি শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই এটিও আত্মপ্রকাশ করবে। ২০২৬-এর মাঝামাঝিতে এটি বাজারে আনা হতে পারে। কারণ ওই বছরের শুরুতে C6 লঞ্চ করবে। 

Royal Enfield Flying Flea S6 খুঁটিনাটি

রয়্যাল এনফিল্ড সূত্রে জানানো হয়েছে, খুব শীঘ্রই ফ্লাইং ফ্লি সাব-ব্র্যান্ডটি লঞ্চ করা হবে। উপস্থাপনকালে এই বাইকটির একটি ছবিও প্রকাশ করেছে রয়্যাল এনফিল্ড। C6-এর মত Royal Enfield Flying Flea S6-ও একটি আকার আকৃতিতে ছোট মডেল। নূন্যতম বডি ওয়ার্ক যুক্ত এই বাইকের উচ্চতা সামান্য বেশি। ফিচারের প্রসঙ্গে বললে, এতে উপস্থিত একটি ক্রোম বেজেল সহ একটি বৃত্তাকার হেডল্যাম্প, একটি গোলাকৃতি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ফ্লোটিং টেল সেকশন, একটি ফক্স ইঞ্জিন কেসিং, গোল্ড অ্যানোডাইজড ফ্রন্ট ফর্ক, সামনে একটি বিক এবং ওয়্যার স্পোক হুইল শড সহ ডুয়েল পারপাস টায়ার।

রয়েছে বিশাল ফুয়েল ট্যাঙ্ক ও শক্তিশালী ইঞ্জিন, আত্মপ্রকাশ করল Royal Enfield Classic 650

ওয়াটার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক সহ হাজির হয়েছে Royal Enfield Flying Flea S6। তবে এর সাইট প্যানেলের ডিজাইন সামান্য আলাদা। এছাড়া রয়্যাল এনফিল্ড বাইকটির আরও কিছু ফিচারের কথা সামনে এসেছে। যার মধ্যে রয়েছে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, এন্ডুরো-অনুপ্রাণিত সিঙ্গল-পিস সিট এবং অ্যালুমিনিয়াম স্পোক হুইল। আরও জানা গিয়েছে, C6-এর তুলনায়, S6 ৬০% বেশি সাসপেনশন ভ্রমণ সরবরাহ করে এবং 0 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুত গতিবেগ দেবে। এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছুই জানায়নি সংস্থা। তবে অনুমান করা হচ্ছে, C6-এর সমান পাওয়ারট্রেন এতেও দেওয়া হবে।

Advertisements