Royal Enfield Flying Flea C6 ই-বাইক আবারও দর্শন দিল, ২০২৬ সালের শুরুতে লঞ্চ

ভারতের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড তাদের প্রথম ইলেকট্রিক বাইক (Royal Enfield Flying Flea C6) নিয়ে জোরকদমে পরীক্ষা চালাচ্ছে। লাদাখের দুর্গম পাহাড়ি অঞ্চলে সমুদ্র পৃষ্ঠ…

Royal Enfield Flying Flea C6 Electric Motorcycle

ভারতের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড তাদের প্রথম ইলেকট্রিক বাইক (Royal Enfield Flying Flea C6) নিয়ে জোরকদমে পরীক্ষা চালাচ্ছে। লাদাখের দুর্গম পাহাড়ি অঞ্চলে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় পরীক্ষা চালানোর সময় দর্শন দিয়েছিল এই বাইক। এবারে Flying Flea C6 দেখা গেল শহরের রাস্তায় টেস্ট রান করতে। অনুমান করা হচ্ছে, এটি চেন্নাইয়ের রাস্তায় পরীক্ষা চালানো হয়েছে, যেখানে রয়্যাল এনফিল্ডের ফ্যাক্টরি অবস্থিত। সংস্থার লক্ষ্য এই বাইককে ক্রেতাদের হাতের নাগালের দামে আরবান কমিউটার হিসেবে বাজারে আনা, আর তাই শহরের ভিড় রাস্তায় টেস্ট করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

অনন্য ডিজাইন ও ভিজ্যুয়াল আকর্ষণ

ফ্লাইং ফ্লি C6 ভারতের বাজারে আগে দেখা যাওয়া কোনো ইলেকট্রিক মোটরসাইকেলের মতো নয়। বাইকটির ডিজাইনে রয়েছে বেশ কিছু রেট্রো ও ফিউচারিস্টিক ছোঁয়া। গার্ডার ফ্রন্ট ফর্কস, বড় অ্যালয় হুইল (সম্ভবত ১৭-ইঞ্চির থেকেও বড়), ফোর্জড অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ফ্লোটিং স্টাইল সিট এই বাইককে করেছে আলাদা। বাইকের ভিজ্যুয়াল আর্কষণ বাড়াতে ব্যবহৃত হয়েছে গোলাকার হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং রিয়ার-ভিউ মিরর, যা স্পষ্ট রেট্রো ফিল দেয়।

   

Royal Enfield Flying Flea C6: ব্যাটারি ও রেঞ্জ

রয়্যাল এনফিল্ড এখনও এই বাইকের সম্পূর্ণ টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে জানা গেছে, ম্যাগনেশিয়াম কেসিং সহ ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে এতে। এই কেসিং শুধু ব্যাটারির কুলিং সিস্টেম উন্নত করে না, পাশাপাশি বাইকের সামগ্রিক ওজনও কমায়। অনুমান করা হচ্ছে, বাইকটি একবার চার্জে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে, যা শহুরে যাতায়াতের জন্য যথেষ্ট।

11.69 লাখ টাকা মূল্যে ভারতে লঞ্চ হল 2026 Kawasaki Ninja ZX-6R

Advertisements

শুধু রেট্রো লুক নয়, বাইকটির ফিচারও বেশ আধুনিক। Royal Enfield Flying Flea C6-এ থাকবে স্মার্টফোন কানেক্টিভিটি সহ সার্কুলার ব্লুটুথ-এনাবল্ড TFT ডিসপ্লে। এছাড়া এতে ট্র্যাকশন কন্ট্রোল এবং কর্নারিং ABS দেওয়া হয়েছে, যা সাধারণত উচ্চমানের বাইকে দেখা যায়। এই উন্নত ফিচারগুলো বাইকটির নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা অনেকগুণ বাড়িয়ে তুলবে।

কবে আসছে বাজারে?

রয়্যাল এনফিল্ড আনুষ্ঠানিকভাবে এখনও লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে অটোমোবাইল মহলে জোর আলোচনা, সংস্থা ২০২৬ সালের শুরুর দিকেই Flying Flea C6 বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এর আগেই সংস্থা বাইকের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Royal Enfield Flying Flea C6 নিঃসন্দেহে ভারতীয় ইলেকট্রিক বাইক সেগমেন্টে একটি ব্যতিক্রমী সংযোজন হতে চলেছে। এর রেট্রো-ফিউচারিস্টিক ডিজাইন, উন্নত ফিচার এবং শহুরে ব্যবহারযোগ্যতার কারণে বাইকপ্রেমীরা ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। যদি লঞ্চের সময় সংস্থা প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করতে পারে, তবে এই ইলেকট্রিক বাইক হতে পারে শহুরে যাত্রীদের জন্য পরিবেশবান্ধব উপায়ে পথ চলার আদর্শ সমাধান।