দেশের প্রথম সারির প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড অধুনা ৬৫০ সিসি ইঞ্জিন মডেলের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। Shotgun 650 ও Bear 650-এর পর ক্লাসিক-এর ৬৫০ সিসি অবতার আনা নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। মোটোভার্স ২০২৪-এ সম্প্রতি সেই জল্পনার অবসান ঘটেছে। উক্ত মঞ্চে আত্মপ্রকাশ করেছে Royal Enfield Classic Twin 650। তারপর থেকে বাইকটিকে ঘিরে ক্রেতাদের মধ্যে উন্মাদনা কয়েকগুন বেড়ে গিয়েছে। মডেলটির জন্য অপেক্ষমান ক্রেতাদের মুখে হাসি ফুটিয়ে এর লঞ্চের সময়কাল ঘোষণা করল রয়্যাল এনফিল্ড।
Royal Enfield Guerrilla 450 নতুন আকর্ষণীয় কালারে এল, দাম কত দেখুন
কোম্পানির তরফে জানানো হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৫-এর জানুয়ারিতে ভারতের বাজারে লঞ্চ করবে Royal Enfield Classic Twin 650। সংস্থার ঘোষিত তিনটি ৬৫০ সিসি বাইকের মধ্যে এটি সর্বপ্রথম মডেল হিসাবে আসছে। আবার Scram 440 নতুন কালার অপশনের পাশাপাশি Guerrilla 450-কেও জানুয়ারিতেই বাজারে হাজির করা হবে।
Royal Enfield Classic Twin 650 ভারতে লঞ্চ
আসন্ন Royal Enfield Classic Twin 650 হচ্ছে ক্লাসিক সিরিজের নতুন ফ্ল্যাগশিপ বাইক। এটি Shotgun 650-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। ৩৫০ সিসি মডেলের সঙ্গে অনেকাংশেই মিল থাকবে বাইকটির। এটি মোটোভার্স ২০২৪-এর মঞ্চে লঞ্চ করার কথা থাকলেও তা পিছিয়ে দেয় রয়্যাল এনফিল্ড। বদলে মোটোভার্স ২০২৪-এর মঞ্চে লঞ্চ করে Royal Enfield Goan Classic 350। এর দাম রাখা হয়েছে ২.৩৫ লাখ টাকা (এক্স-শোরুম)।
রেসিংয়ের জন্য কাস্টম-বিল্ট বাইক আনছে রয়্যাল এনফিল্ড
স্টাইলিং এবং ডিজাইন
Classic 650 Twin বাইকটি অনেকটা তার ছোটো ভাই Classic 350-এর মতোই দেখতে। তবে এটি অনেক বেশি শক্তিশালী এবং স্টাইলিশ। বাইকটিতে রয়েছে রেট্রো-স্টাইল LED হেডল্যাম্প, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, রঙের সঙ্গে মানানসই ৪৩ মিমি Showa ফ্রন্ট ফর্ক, টুইন শক অ্যাবজর্বার রিয়ার সাসপেনশন, স্পোক হুইল সহ টায়ার ক্রোম ফিনিশ এগজস্ট এবং চওড়া রিয়ার ফেন্ডার। বাইকটি চারটি রঙে পাওয়া যাবে – টিল, ভেলাম রেড, ব্রাংটিঙ্গথর্প ব্লু এবং ব্ল্যাক ক্রোম।
ফিচার এবং ব্রেকিং সিস্টেম
বাইকটিতে থাকছে অ্যানালগ-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ট্রিপার নেভিগেশন ডিসপ্লে, এলইডি লাইটিং, অ্যাডজাস্টেবল লিভার, ডুয়েল-চ্যানেল এবিএস সহ ডিস্ক ব্রেক। এটি Royal Enfield-এর সবচেয়ে ভারী বাইকগুলির মধ্যে একটি, যার ওজন ২৪৩ কেজি (কার্ব ওয়েট)।
ইঞ্জিন এবং পারফরম্যান্স
Classic 650 Twin-এ রয়েছে একটি ৬৪৮ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন, যা ৪৬.৩ বিএইচপি শক্তি এবং ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি ৬-গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এই একই ইঞ্জিন সংস্থার বাকি ৬৫০ সিসিমডেলগুলিতেও রয়েছে। যেমন Interceptor, Continental GT, এবং Super Meteor।
দাম
Royal Enfield এখনো Classic 650 Twin-এর মূল্যের ঘোষণা করেনি। তবে ধারণা করা হচ্ছে, Royal Enfield Classic 650 Twin, Super Meteor এবং Shotgun 650-এর তুলনায় আরও সাশ্রয়ী মূল্যে আসবে। বাইকটির দাম প্রায় ৩.৫০ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে।