৪ সেকেন্ডে ১০০ কিমি স্পিড, ইলেকট্রিক গাড়ি এনে চমকে দিল OLA

স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে নয়া চমক দিল OLA।  দীর্ঘ প্রচারের পর অবশেষে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম ইলেকট্রিক গাড়ির ঝলক দেখাল ওলা…

৪ সেকেন্ডে ১০০ কিমি স্পিড, ইলেকট্রিক গাড়ি এনে চমকে দিল OLA

স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে নয়া চমক দিল OLA।  দীর্ঘ প্রচারের পর অবশেষে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম ইলেকট্রিক গাড়ির ঝলক দেখাল ওলা ইলেকট্রিক।

কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে যে এটি একক চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত চলবে।  সংস্থার দাবি, মাত্র চার সেকেন্ডেই ০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে এই গাড়ি চলবে। সেই গাড়িরই এক ঝলক এদিন দেখানো হল। এই গাড়ির ছাদ হবে সম্পূর্ণ কাঁচের।

ওলার সিইও বলেন, এই গাড়ি নিউ ইন্ডিয়াকে সংজ্ঞায়িত করবে। স্পোর্টি লুকে থাকবে এই গাড়ি। এতে থাকবে উন্নত মানের কম্পিউটার। অন্যান্য গাড়ির তুলনায় গাড়ি চালানো খুব ভালো হবে। এই গাড়িটিও চাবিবিহীন এবং হ্যান্ডেলবিহীন হবে। ২০২৪ সালে আসবে এই গাড়ি।

Advertisements

এই গাড়ি নিয়ে ইলেকট্রিক গাড়ির বাজারে রেঞ্জ নিয়ে বড় বাজি ধরেছে ওলা। এই গাড়ি চালু হওয়ার সঙ্গে সঙ্গে সংস্থার তরফে দাবি করা হয়েছে, এই গাড়ি এক চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত চলবে, যা বর্তমানে ভারতে পাওয়া অন্যান্য ইলেকট্রিক গাড়ির থেকে অনেক বেশি।

বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য ওলার নিজস্ব প্ল্যাটফর্মও রয়েছে। এই ওয়েবসাইটের নাম olaelectric.com। বর্তমানে, এই ওয়েবসাইটে ওলার ইলেকট্রিক স্কুটার কেনার একটি বিকল্প রয়েছে, যেখানে কোম্পানির পক্ষ থেকে সমস্ত ধরণের স্কুটার, তাদের দাম, চার্জিং এবং পিকআপের পরে তাদের কিলোমিটার পরিসীমা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই এই ওয়েবসাইটেও গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।