কেনার খরচ কম, ছট পুজোর দিন বাজার সরগরম করতে আসছে নতুন ই-বাইক

গাড়ি হোক বা টু হুইলার, সস্তার মডেল আনার ক্ষেত্রে সংস্থাগুলির মধ্যে ইদানিং হিরিক দেখা যাচ্ছে। সেই প্রথা অনুসরণ করতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক বাইক…

Oben Rorr EZ will launch on 7 Nov

গাড়ি হোক বা টু হুইলার, সস্তার মডেল আনার ক্ষেত্রে সংস্থাগুলির মধ্যে ইদানিং হিরিক দেখা যাচ্ছে। সেই প্রথা অনুসরণ করতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক বাইক নির্মাতা ওবেন ইলেকট্রিক (Oben Electric)। তাদের জনপ্রিয় Oben Rorr-এর উপর ভিত্তি করে তুলনামূলক সস্তার মডেল আনছে কোম্পানি। আগামী ৭ নভেম্বর দেশের বাজারে পা রাখবে বলে নিশ্চিত করা হয়েছে। Oben Rorr EZ – এই নামে লঞ্চ হবে মডেলটি। 

Honda Activa Electric বৈদ্যুতিক স্কুটারের বাজারে Ola, TVS-এর ঘুম কাড়বে, নতুন বছরেই লঞ্চ

   

জানা গিয়েছে, ২০২৫-এর মার্চের মধ্যে মোট চারটি নতুন বাইক আনা পরিকল্পনা করছে ওবেন। যার মধ্যে প্রথম মডেলটি হচ্ছে Oben Rorr EZ। এটি একটি কমিউটার ই-বাইক। এছাড়া মডেলটির সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। টিজার দেখে অনুমান করা হচ্ছে, এতে একটি গোলাকৃতি হেডলাইট, স্লিম টেলিস্কোপিক ফর্ক এবং ফক্স ট্যাঙ্ক এক্সটিরিয়রের চতুর্দিকে শ্রাউডের দেখা মিলবে।

প্যানোরামিক সানরুফ সহ লঞ্চ হল Tata Nexon, দাম এত টাকা

Oben Rorr EZ-এ কেমন বৈশিষ্ট্য থাকতে পারে?

ওবেন মডেলটির প্রসঙ্গে জানিয়েছে, এই ইলেকট্রিক বাইকে একটি উচ্চ পারফরম্যান্সের এলপিএফ ব্যাটারি দেওয়া হবে। উল্লেখযোগ্য বিষয় হল কোম্পানি তাদের এই বাইকের বেশিরভাগ সরঞ্জাম নিজেরাই প্রস্তুত করছে। যার মধ্যে রয়েছে, ব্যাটারি, মোটর, ভেহিকেল কন্ট্রোল ইউনিট এবং ফাস্ট চার্জার। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রা পথে কোনরকম সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়, সেজন্য ‘ওবেন কেয়ার’ পরিষেবা প্রদান করা হবে গ্রাহকদের।

মারুতি আনছে প্রথম ইলেকট্রিক গাড়ি, এমাসেই আত্মপ্রকাশ

Oben Rorr EZ আদপে Rorr-এর সস্তার মডেল হিসাবে আসবে। তাই এতে রর-এর একাধিক যন্ত্রাংশ ব্যবহার করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে দাম কম হওয়ার জন্য এতে স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় কম ফিচারের দেখা মিলতে পারে। ছোট ব্যাটারি সহ আসতে পারে এই বৈদ্যতিক মোটরসাইকেলটি। আবার ফাস্ট চার্জিং প্রযুক্তি দেওয়া হতে পারে।