এবারে সুজুকি (Suzuki) ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে। সংস্থার বৈদ্যুতিক গাড়ি নিয়ে বহু ক্রেতার দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ৪ নভেম্বর ইতালির মিলানে উন্মোচিত হতে চলেছে মডেলটি। যার নাম – Suzuki eVX। ২০২৫-এর জানুয়ারিতে ভারতের বাজারেও আত্মপ্রকাশ করবে গাড়িটি। মার্চে হবে লঞ্চ।
জানিয়ে রাখি, ভারতে গুজরাতের কারখানায় নির্মিত eVX জাপান সহ ইউরোপের বাজারে রপ্তানি করা হবে। এর দৈর্ঘ্য ৪.৩ মিটার। শীঘ্রই এর গণ উৎপাদন শুরু হবে। এতে থাকছে একটি ক্লোজড গ্রিল, আপরাইট নোস সহ বৃহৎ হেডল্যাম্প এবং ফ্ল্যাট বনেট। এছাড়া থাকছে স্কোয়ারিশ হুইল আর্চ, একটি কুপ এসইউভি-এর মতো রুফলাইন, পেশীবহুল শোল্ডার ক্রিজ এবং সি-পিলার-মাউন্টেড রিয়ার ডোর হ্যান্ডল, যা এর সাইড প্রোফাইলের লুক বাড়িয়ে তুলবে। পিছনের দিকে থাকবে কানেক্টেড এলইডি টেলল্যাম্প।
প্যানোরামিক সানরুফ সহ লঞ্চ হল Tata Nexon, দাম এত টাকা
বহিরঙ্গের ন্যায় অভ্যন্তরে কনসেপ্ট মডেলের বৈশিষ্ট্যের দেখা মিলবে। Suzuki eVX একটি ঘূর্ণমান ডায়েল এবং একটি ফ্লোটিং সেন্টার কনসোল সহ আসবে। এতে ডুয়েল স্ক্রিন সেটআপ থাকবে যা ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে কাজ করবে। ইভিতে অনন্যভাবে ডিজাইন করা এসি ভেন্ট এবং একটি ডুয়েল-স্পোক স্টিয়ারিং হুইল থাকতে পারে। ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ফ্রেমলেস রিয়ারভিউ মিরর এবং এডিএএস স্যুটের মতো বৈশিষ্ট্যগুলিও অফার করা হতে পারে।
Honda Activa Electric বৈদ্যুতিক স্কুটারের বাজারে Ola, TVS-এর ঘুম কাড়বে, নতুন বছরেই লঞ্চ
Toyota-র 40PL ইলেকট্রিক স্কেটবোর্ড প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসছে Suzuki eVX। পাশাপাশি টয়োটার ইলেকট্রিক এসইউভি-ও এই একই প্ল্যাটফর্মের উপর নির্ভর করে আসবে। আগামী আর্থিকবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে গাড়িটি বাজারে লঞ্চ হবে। এতে থাকছে একটি ৬০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং ইলেকট্রিক মোটর। এটি থেকে ৫০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। অল হুইল এবং ফোর হুইল ড্রাইভ সহ বেছে নেওয়া যাবে।