পুজোর আগে ছাড়ের লুট! 60,000 টাকা ডিসকাউন্টে কিনুন এই ইলেকট্রিক বাইক

দশেরা উপলক্ষ্যে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি ডিসকাউন্টের ডালি সাজিয়ে হাজির হচ্ছে। এবারে সেই ভূমিকায় দেশের অন্যতম জনপ্রিয় ই-বাইক নির্মাতা ওবেন (Oben)। সংস্থা তাদের Oben Rorr-এ মোটা…

Oben Rorr discount

দশেরা উপলক্ষ্যে বিভিন্ন অটোমোবাইল কোম্পানি ডিসকাউন্টের ডালি সাজিয়ে হাজির হচ্ছে। এবারে সেই ভূমিকায় দেশের অন্যতম জনপ্রিয় ই-বাইক নির্মাতা ওবেন (Oben)। সংস্থা তাদের Oben Rorr-এ মোটা অঙ্কের ডিসকাউন্ট চালু করেছে। 

কোম্পানি জানিয়েছে, Rorr ই-বাইক এখন কিনলে ৬০,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন। আগামী ১২ অক্টোবর পর্যন্ত বৈধ থাকবে এই অফার। এর মধ্যে ৩০,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে এক্স-শোরুম প্রাইস ১.৫০ লক্ষ থেকে কমে হয়েছে ১.২০ লক্ষ টাকা। এর সঙ্গে রয়েছে, পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। 

   

এছাড়াও ২ অক্টোবর দিল্লি এবং ৬ অক্টোবর পুণেতে এক দিনের জন্য অনুষ্ঠিত হতে চলা ইভেন্টে সৌভাগ্যবান ক্রেতারা ৬০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফলে তারা ৯০,০০০ টাকা এক্স-শোরুম মূল্যে কিনতে পারবেন বাইকটি। আবার কপাল ভাল থাকলে iPhone 15-ও জিতে নিতে পারেন।

গাড়ির দামে লঞ্চ হল প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার, ফিচার্স তাজ্জব করবে!

প্রসঙ্গত, Oben Rorr ভারতে লঞ্চ হওয়ার পর থেকে এটি তৃতীয়বারের জন্য ডিসকাউন্ট পেল। যাই হোক, এতে রয়েছে একটি ৮ কিলোওয়াট ইলেকট্রিক মোটর এবং ৪.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ফুল চার্জে এটি ১৮৭ কিলোমিটার পথ চলতে সক্ষম। আবার এর টপ-স্পিড ১০০ কিমি/ঘণ্টা। ফিচার্স হিসাবে এতে রয়েছে এলইডি ইলুমিনেশন, একটি ডিজিটাল স্ক্রিন, তিনটি রাইড মোড এবং একটি ইউএসবি চার্জিং পোর্ট।