ভারতের বাজারে জনপ্রিয় কমপ্যাক্ট SUV Nissan Magnite এবার আরও সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে হাজির হল। Nissan Motor India ঘোষণা করেছে যে এখন থেকে তাদের New Nissan Magnite BR10 EZ-Shift (AMT) মডেলেও সরকার অনুমোদিত CNG রেট্রোফিটমেন্ট কিট (Nissan Magnite AMT CNG) পাওয়া যাবে। এই পদক্ষেপটি সংস্থার কাস্টমার-কেন্দ্রিক মোবিলিটি সলিউশন প্রদানের অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।
Nissan Magnite AMT CNG
এর আগে Nissan তাদের Magnite BR10 Manual Transmission মডেলের জন্য CNG রেট্রোফিট প্রোগ্রাম চালু করেছিল, যা গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। সেই সাফল্যের পর এবার একই সুবিধা পাওয়া যাচ্ছে AMT ভ্যারিয়েন্টে, অর্থাৎ EZ-Shift ট্রান্সমিশন সংস্করণেও। নতুন এই সার্টিফিকেশন গ্রাহকদের জন্য খুলে দিয়েছে আরও বড় সুযোগ, যাতে তারা এখন ফ্যাক্টরি-অপ্রুভড CNG রেট্রোফিট সলিউশন বেছে নিতে পারেন — যা Nissan-এর পারফরম্যান্স ও CNG-এর অর্থনৈতিকতা একসঙ্গে এনে দিচ্ছে।
আরও উন্নত ফুয়েলিং সিস্টেম
গ্রাহকদের ফিডব্যাক ও আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রেখে Nissan এই প্রোগ্রামে এনেছে বড় পরিবর্তন। আগের মতো ইঞ্জিন কম্পার্টমেন্টে না রেখে এবার CNG ফিলিং ভালভ রাখা হয়েছে মূল ফুয়েল ফিলিং লিডের মধ্যেই, যা ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধাজনক। এর ফলে রিফুয়েলিং সময় আরও কমে এসেছে, এবং প্রতিদিনের ব্যবহারে গাড়িটির এরগোনমিক্স উন্নত হয়েছে। নতুন Magnite CNG মডেলে মিলবে ৩ বছরের বা ১ লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি, যা ক্রেতাদের জন্য বাড়তি ভরসা জোগাচ্ছে।
Also Read: Skoda Octavia RS ভারতে লঞ্চ হল, প্রিমিয়াম গাড়ির দাম ও ফিচার জানুন
দাম
CNG রেট্রোফিটমেন্ট কিটটির দাম নির্ধারণ করা হয়েছে ৭১,৯৯৯ টাকা (MRP)। সম্প্রতি GST হার ২৮% থেকে কমিয়ে ১৮% করায় এই দাম আরও সাশ্রয়ী হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আপগ্রেড হওয়া সত্ত্বেও এই মূল্য অপরিবর্তিত থাকবে এবং ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে এই দাম কার্যকর হয়েছে সারা দেশের সমস্ত অথরাইজড Nissan CNG রেট্রোফিটমেন্ট সেন্টারে।
নিরাপত্তার ক্ষেত্রে নতুন Nissan Magnite তার শ্রেণিতে শীর্ষস্থান দখল করেছে। সমস্ত ভ্যারিয়েন্টে এখন ৬টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড, এবং এটি পেয়েছে GNCAP-এর ৫-তারকা রেটিং প্রাপ্তি—যেখানে Adult Occupant Protection (AOP)-এ পেয়েছে পূর্ণ নম্বর এবং Child Occupant Protection (COP)-এ ৩-তারকা রেটিং।
১০ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি
গ্রাহকদের আরও নিশ্চিন্ত করতে Nissan নিয়ে এসেছে একেবারে নতুন উদ্যোগ—১০ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যান। এটি ভারতের B-SUV সেগমেন্টে প্রথম, যা দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা এবং মানসিক শান্তি নিশ্চিত করে। প্রসঙ্গত, নতুন Nissan Magnite AMT CNG সংস্করণটি এমন এক প্রস্তাব যা অর্থনৈতিকতা, পারফরম্যান্স ও সুরক্ষার এক অনন্য ভারসাম্য এনে দিয়েছে ভারতীয় গ্রাহকদের জন্য।