Hyundai Verna: হুন্ডাই ভিরানার নতুন মডেল উন্মুক্ত হলো – জেনে নিন সম্পূর্ণ তথ্য

বর্তমানে ভারতের গাড়ির বাজার দখল করেছে সমস্ত নামদামী দেশীয় এবং বিদেশি গাড়ি নির্মাণকারী সংস্থা। আর তারই মধ্যে অন্যতম হলো টাটা, মারুতি সুজুকি, টয়োটা, ল্যান্ড রোভার, হুন্ডাইয়ের মতো সংস্থা।

Hyundai Verna

short-samachar

একটা সময় ছিল যখন ভারতের রাস্তায় দাপিয়ে বেড়াতো সাদা পক্ষিরাজ অর্থাৎ হিন্দুস্থান মোটরসের অ্যাম্বাসেডর। যা অনেকের কাছেই ভালোবাসার অ্যাম্বি। সেই সময় ভারতীয় রাস্তার অঘোষিত মালিক হিসাবে ধরা হতো এই সিডান ক্লাস গাড়িকেই। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীরা এই গাড়িকেই নিজেদের প্রথম পছন্দের তালিকায় রাখতেন। তবে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে দিয়েছে। বদলেছে মানুষের রুচি আর তার সাথেই বদলে গিয়েছে প্রযুক্তি।

   

বর্তমানে ভারতের গাড়ির বাজার দখল করেছে সমস্ত নামদামী দেশীয় এবং বিদেশি গাড়ি নির্মাণকারী সংস্থা। আর তারই মধ্যে অন্যতম হলো টাটা, মারুতি সুজুকি, টয়োটা, ল্যান্ড রোভার, হুন্ডাইয়ের মতো সংস্থা। আর তাদের মধ্যে মানুষের কাছের যেই সংস্থা তা হলো হুন্ডাই। ২০০০ এর শুরু থেকেই তারা সাধারণ মানুষের জন্য একের পর এক গাড়ি নির্মাণ করে চলেছে। আর তার মধ্যেই অন্যতম হলো হুণ্ডাই ভিরানা।

বর্তমানে এই মডেলটি নতুন রূপে বাজারে নিয়ে আসতে চলেছে সংস্থা। এই নিয়ে তারা ভারতের বাজারে ভিরানার তৃতীয় প্রজমের মডেল প্রকাশ্যে নিয়ে আসতে চলেছে। যার মধ্যে থাকছে এলইডি হেড লাইট লেট লাইটের মতো আকর্ষণীয় লুক। সেই সাথে সুরক্ষার দিকেও নজর দিয়েছে সংস্থা। সূত্রের খবর, গাড়ির মধ্যে থাকছে ছয়টি এয়ার ব্যাগ, সেই সাথে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল। পাশাপাশি গতির দিকেও নজর দিয়েছে সংস্থা, ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন যুক্ত এই গাড়ি মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ০ থেকে ১০০ কিলোমিটার বেগে ছুটে যেতে সক্ষম। যার এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে মাত্র ১০ লক্ষ টাকা।