নতুন Hyundai Venue N-Line অক্টোবর লঞ্চের আগে ভারতে টেস্টিংয়ে ধরা পড়ল

হুন্ডাই ভারতের জনপ্রিয় সাব-কমপ্যাক্ট এসইউভি ভেন্যুর নতুন প্রজন্মের মডেল নিয়ে আসছে। সেই মডেলের স্পোর্টি ভ্যারিয়েন্ট Hyundai Venue N-Line এবার টেস্টিংয়ের সময় ধরা পড়েছে। একটি স্বল্প…

Hyundai Venue N-Line Spotted Testing In India

হুন্ডাই ভারতের জনপ্রিয় সাব-কমপ্যাক্ট এসইউভি ভেন্যুর নতুন প্রজন্মের মডেল নিয়ে আসছে। সেই মডেলের স্পোর্টি ভ্যারিয়েন্ট Hyundai Venue N-Line এবার টেস্টিংয়ের সময় ধরা পড়েছে। একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে রাতের হাইওয়েতে এই নতুন ভেন্যু এন-লাইনকে দেখা গিয়েছে। ভিডিও দেখে স্পষ্ট যে নতুন ভেন্যু স্ট্যান্ডার্ড ভার্সনের পাশাপাশি এন-লাইন ভার্সনেও বাজারে আসবে, যা বর্তমান মডেলের মতোই স্পোর্টি আপগ্রেড পাবে।

Hyundai Venue N-Line: ডিজাইন

ভিডিওতে দেখা গিয়েছে নতুন প্রজন্মের ভেন্যুর লাইটিং সিগনেচার। এতে থাকছে নতুন এলইডি টেলল্যাম্প, সিকোয়েনশিয়াল টার্ন সিগন্যাল এবং ফ্রন্ট ফেসিয়ায় ফুল-উইড্থ লাইটবার। হেডল্যাম্পগুলো থাকবে নিচের দিকে পজিশন করা এলইডি ইউনিটে। এন-লাইন ভ্যারিয়েন্টের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হিসেবে থাকবে ডুয়াল এক্সহস্ট টিপস, যা গাড়িটিকে আরও স্পোর্টি লুক দেবে। যদিও চাকার ডিজাইন স্পষ্টভাবে দেখা যায়নি, আশা করা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় আরও স্পোর্টি ডিজাইনের অ্যালয় হুইল ব্যবহার করা হবে।

   

কেবিন ও ফিচার

ভিডিওতে কেবিন দেখা না গেলেও, আগে প্রকাশিত টেস্ট মিউল ইমেজে ধরা পড়েছে একটি বড় কার্ভড ডিসপ্লে যেখানে থাকবে ডুয়াল স্ক্রিন সেটআপ – একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও একটি বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এন-লাইন ভ্যারিয়েন্টে স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় আরও ডার্ক থিমের আপহোলস্ট্রি, কনট্রাস্ট স্টিচিং এবং এন-পার্টস স্টিয়ারিং হুইল দেওয়া হবে। এই স্পোর্টি ডিটেইলিং গাড়ির ভেতরের পরিবেশকে আরও ডায়নামিক করে তুলবে।

ইঞ্জিন ও পারফরম্যান্স

Advertisements

মেকানিক্যাল দিক থেকে নতুন হুন্ডাই ভেন্যু এন-লাইনে থাকবে পরিচিত ১.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন। আউটপুট বা টিউনিং-এ বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই ধারণা। তবে এন-লাইন ভ্যারিয়েন্টে থাকবে রিটিউনড সাসপেনশন ও স্টিয়ারিং সেটআপ, যা গাড়ির হ্যান্ডলিং ও ড্রাইভিং এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করবে। এছাড়া থাকবে স্পোর্টি এক্সহস্ট নোট। ট্রান্সমিশনের ক্ষেত্রে আশা করা হচ্ছে উভয়ই – ম্যানুয়াল ও ডুয়েল-ক্লাচ ট্রান্সমিশন (ডিসিটি) – অপশন হিসেবে থাকবে।

হুন্ডাই ২০২৫ সালের ২৪ অক্টোবর নতুন ভেন্যুকে গ্লোবালি উন্মোচন করবে। ভারতীয় বাজারে এই মডেলটি প্রতিদ্বন্দ্বিতা করবে নতুন কিয়া সাইরস, কিয়া সোনেট, মারুতি সুজুকি ব্রেজা, মাহিন্দ্রা এক্সইউভি ৩এক্সও এবং স্কোডা কাইলাক-এর মতো জনপ্রিয় সাব-কমপ্যাক্ট এসইউভির সঙ্গে। এন-লাইন ভ্যারিয়েন্টের আগমন হুন্ডাইকে স্পোর্টি এসইউভি সেগমেন্টে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

নতুন প্রজন্মেরHyundai Venue N-Line-এর টেস্টিং ধরা পড়ায় অটোমোবাইল উৎসাহীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। অক্টোবর মাসে এর অফিসিয়াল ডেবিউর পর দাম এবং বুকিং ডিটেইলস জানা যাবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News