নতুন Hero Mavrick 440 আসছে ভারতে, এবারের দর্শন আরও আকর্ষণীয়

ইতালির মিলানে চলতি EICMA 2024 মোটরসাইকেল শো-তে একের পর এক মডেল নতুন অবতারে উন্মোচিত হয়ে চলেছে। পাশাপাশি বেশ কিছু নতুন বাইকও আসছে। এবারে সেই তালিকায়…

Hero-Mavrick-440-unveiled

ইতালির মিলানে চলতি EICMA 2024 মোটরসাইকেল শো-তে একের পর এক মডেল নতুন অবতারে উন্মোচিত হয়ে চলেছে। পাশাপাশি বেশ কিছু নতুন বাইকও আসছে। এবারে সেই তালিকায় নাম লেখাল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। আরও এক নয়া মডেল নিয়ে হাজির হল সংস্থা। এটি হচ্ছে Hero Mavrick 440। শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হবে বাইকটি। সে সময়ই এর দাম ঘোষণা করা হবে।

আপডেট হিসাবে Hero Mavrick 440-এ নতুন কালার অপশন পেয়েছে। এছাড়া রোড প্রেজেন্স বাড়াতে দেওয়া হয়েছে সোনালী রঙের আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। আবার এলসিডি কনসোলের বদলে দেওয়া হয়েছে টিএফটি স্ক্রিন। যা কিনা Harley-Davidson X440-এর থেকে নেওয়া হয়েছে। সবচেয়ে মজার বিষয়, বাইকটির ওজন ১৯১ কেজি থেকে কমিয়ে ১৮৯ কেজি করা হয়েছে। অর্থাৎ হ্যান্ডলিং এখন আরও সহজ।

বাইকটির কারিগরি বৈশিষ্ট্যে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতোই এটি একটি ৪৪০ সিসি, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি ও ৩৬ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।

Advertisements

EICMA-তে উন্মোচিত নতুন প্রজন্মের অ্যাডভেঞ্চার বাইক

Hero Mavrick 440 একটি ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে ছুটবে। একটি ট্রেলিস ফ্রেমের উপর ভিত্তি করে এসেছে এই বাইক। তবে এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টে রয়েছে স্পোক হুইল। মাটি থেকে সিটের উচ্চতা ৮০৩ মিমি। আবার এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৫ মিমি। উপরিউক্ত বৈশিষ্ট্যগুলি বাইকটিকে ভারতের রাস্তায় চলার উপযোগী করে তুলেছে।