HomeBusinessAutomobile Newsতুখোড় ফিচার্সে সজ্জিত হয়ে লঞ্চ হচ্ছে নতুন প্রজন্মের TVS Apache RR 310

তুখোড় ফিচার্সে সজ্জিত হয়ে লঞ্চ হচ্ছে নতুন প্রজন্মের TVS Apache RR 310

- Advertisement -

ভারতের সুপারস্পোর্টস মোটরসাইকেলের বাজারে একটি দোর্দণ্ডপ্রতাপ মডেল হচ্ছে টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ (TVS Apache RR 310)। এবারে এই বাইকের আপডেট ভার্সন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। সম্প্রতি ভারতে বাইকটির টেস্টিং চলাকালীন দর্শন পাওয়া গিয়েছে। আকর্ষণের বিষয়, নয়া সংস্করণে থাকছে উইংলেট। আবার মডেলটির শক্তি আরও বাড়ানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে। 

জানিয়া রাখি, টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ একটি ৩১২ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে ছোটে। এটি থেকে পাওয়া যায় ৩৪ বিএইচপি শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে একটি ৬- স্পিড গিয়ারবক্স। 

   

অন্যদিকে, Apache RTR 310-এও এই একই ইঞ্জিন বর্তমান। এটি থেকে ৯৭০০ আরপিএম গতিতে ৩৫ বিএইচপি শক্তি এবং ৬৬৫০ আরপিএম গতিতে ২৮.৭ এনএম টর্ক উৎপন্ন হয়। তাই এবারে আসন্ন মডেলের শক্তি আরও বাড়ানো হতে পারে বলেই আশা করা হচ্ছে।

সেপ্টেম্বরেই বাজারে আসছে BMW-র নতুন ই-স্কুটি, শুরু অগ্রিম বুকিং

স্পাই শটে নতুন মডেলে বর্তমান অ্যাপাচি আরআর ৩১০-এর (TVS Apache RR 310) সমান ডিজাইন পরিলক্ষিত হয়েছে। তবে ফিচারে বেশকিছু আপডেট দেওয়া হতে পারে। এবারে ইউএসডি ফ্রন্ট ফর্ক, মোনোশক, ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক সহ আসতে পারে বাইকটি। এখন এই বাইক কিনতে খরচ পড়ে ২.৭২ লক্ষ টাকা। আপডেট দেওয়ার কারণে নয়া মডেলের দাম সামান্য বাড়ানো হতে পারে। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে KTM RC 390, Aprilia RS 457 এবং Yamaha YZF R3। লঞ্চের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular