এই ই-স্কুটার থেকে 120 কিলোমিটার রেঞ্জ মিলবে, বাজারে এল আসাধারণ দুই মডেল

যতদিন যাচ্ছে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) সম্ভার বেড়েই চলেছে। প্রায় প্রত্যহ নিত্যনতুন মডেল বাজারে আসছে। এবারে আরও এক নতুন মডেল এল। পাওয়ার মোবিলিটি…

DION-Augusta-SP-&-Asta-FH

যতদিন যাচ্ছে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) সম্ভার বেড়েই চলেছে। প্রায় প্রত্যহ নিত্যনতুন মডেল বাজারে আসছে। এবারে আরও এক নতুন মডেল এল। পাওয়ার মোবিলিটি লিমিটেডের অধীনস্থ সংস্থা ডিয়ন ইলেকট্রিক ভেহিকেলস (DION Electric Vehicles) একজোড়া অনন্য স্কুটি লঞ্চ করল। এগুলির নাম – DION Augusta SP ও Asta FH। এগুলির দাম যথাক্রমে ১,৭৯,৭৫০ টাকা ও ১,২৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। 

DION Augusta SP ও Asta FH লঞ্চ হল

   

উল্লেখ্য, ডিয়ন ইলেকট্রিক ভেহিকেলসের পোর্টফোলিও’তে বর্তমানে ৭টি ইভি মডেল রয়েছে। জানিয়ে রাখি, এদেশে সংস্থার শোরুম ও সার্ভিস সেন্টারের সংখ্যা খুবই কম। মাত্র ৩টি শোরুম ও ৫টি সার্ভিস সেন্টার রয়েছে।

Augusta SP ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি ৭.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ও পিএমএস হাব-মোটর। প্রতি ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার। সুরক্ষার জন্য দেওয়া হয়েছে, অ্যাডভান্সড ব্রেকিং সিস্টেম, ফ্রন্ট টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রিয়ার স্প্রিং লোড হাইড্রলিক সাসপেনশন। যেখানে Asta FH-ও রিয়ার স্প্রিং লোড হাইড্রলিক সেটআপে ছুটবে।

এ রাজ্যে যানবাহনে নয়া ট্যাক্স, গাড়ি কেনার খরচ কতটা বাড়ল এখন

বিশেষ ফিচার্স হিসেবে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) দুটিতে দেওয়া হয়েছে, অ্যান্টি থেফট লক, ফ্রন্ট প্রোযেক্টর এলইডি এবং রিয়ার এলইডি। Augusta SP-তে শক্তির উৎস হিসেবে রয়েছে একটি ৪.৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। এটি থেকে ১১০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। 

উভয় স্কুটিতে উপস্থিত একটি ১ কেভিএ চার্জার। যার দ্বারা ব্যাটারিটি ৪-৫ ঘণ্টায় ফুল চার্জ হয়ে যাবে। মজার বিষয়, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এটি ২২,০০০ টাকা ডিসকাউন্ট সহ কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এই অফার আজ থেকেই শুরু হচ্ছে।