দেশের জনপ্রিয় ট্যুরার মোটরসাইকেল সিরিজ Bajaj Dominar 250 ও Dominar 400‑এর নতুন সংস্করণের টিজার প্রকাশ করল বাজাজ। টিজারে অনুযায়ী, দুটি বাইকেই যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন LCD‑ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সম্প্রতি ডিলারশোরুমে দেখা গিয়েছিল আপডেটেড Dominar 400। সেখানেই ধরা পড়ে Pulsar 400‑এর মতো বিপুল তথ্যভাণ্ডার সমৃদ্ধ ডিসপ্লে ও নতুন সুইচগিয়ার, যা মেনু নেভিগেশন ও সেটিংস বদলানো সহজ করবে। আগের মডেলের ট্যাঙ্ক‑মাউন্টেড সেকেন্ডারি ডিসপ্লে এবার বাদ পড়ছে, ফলে ককপিট আরও পরিষ্কার দেখানোর পাশাপাশি কার্যকর হবে।
Bajaj Dominar সিরিজের পারফরম্যান্সে আগের সেই শক্তি
ইঞ্জিন ও চ্যাসিসে বড় কোনও বদল ইঙ্গিত পাওয়া যায়নি। Bajaj Dominar 250‑এ পূর্বের ২৪৯ সিসি সিঙ্গেল‑সিলিন্ডার ও Dominar 400‑এ ৩৭৩ সিসি ডুয়েল‑ওভারহেড‑ক্যাম মোটরই থাকার সম্ভাবনা। তবে নতুন ডিসপ্লের সঙ্গে উন্নত সুইচগিয়ার এবং সফটওয়্যার‑ভিত্তিক নেভিগেশন, কল/মেসেজ অ্যালার্টের মতো ফিচার যোগ হলে দৈনন্দিন ও ট্যুরিং‑দুইয়েতেই ব্যবহার‑সুবিধা অনেকখানি বাড়বে।
2026 Triumph Scrambler 1200 X আত্মপ্রকাশ করল, আকর্ষণীয় রঙ ও ডিজাইনে বাজার কাঁপাতে প্রস্তুত!
ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে Bajaj Dominar‑এর বাজার শক্ত হলেও, জাতীয় স্তরে বিক্রি অনেকটা স্থিমিত হয়ে পড়েছিল। আধুনিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও রিফ্রেশড ককপিট নিয়ে ২০২৬‑এর শুরুর দিকেই শোরুমে হাজির হতে পারে নতুন Dominar যুগল। Bajaj‑এর আশা এই আপডেট বিক্রিকে ফের চাঙা করতে সাহায্য করবে, বিশেষ করে যাত্রী‑স্বাচ্ছন্দ্য ও প্রযুক্তি‑প্রেমী বাইকারদের আকর্ষণ বাড়াবে।