বলিউড অভিনেত্রী নার্গিস ফখরি জন্মদিনে পেয়েছেন এমন একটি উপহার যা অনেকের স্বপ্নেরও বাইরে। নিজের সামাজিক মাধ্যমে তিনি শেয়ার করেছেন নতুন Rolls-Royce Cullinan-এর ছবি, যা তার স্বামী টনি বেইগ উপহার দিয়েছেন। এই বিলাসবহুল SUV-এর দাম শুরু 7 কোটি টাকার বেশি, এবং এই কারণে একে বিশ্বের অন্যতম প্রিমিয়াম গাড়িগুলির মধ্যে ধরা হয়।
Rolls-Royce Cullinan: এই SUV কেন এত দামি
Rolls-Royce-এর সম্পূর্ণ লাইনআপে Cullinan-ই একমাত্র SUV এবং এর বাজারে গুরুত্বও বিপুল। নার্গিস যে মডেলটি পেয়েছেন তা Series-I অর্থাৎ প্রি-ফেসলিফট ভার্সন। ছবিতে দেখা যাচ্ছে তার পুরনো Cullinan-ও পাশে রাখা রয়েছে, যেখানে আগেও তাকে দেখা গেছে গাড়ির রিয়ার ‘ভিউয়িং স্যুট’-এ বসে ছবি তুলতে। এই দুটি গাড়ির উপস্থিতি তার রাজকীয় লাইফস্টাইলকে আরও স্পষ্ট করে তুলেছে।
পারফরম্যান্সে নজরকাড়া ক্ষমতা
Cullinan প্রথম বাজারে আসে 2018 সালে এবং 2024 সালে এর নতুন ফেসলিফট আসে। Bentley Bentayga-র মতো অত্যন্ত বিলাসবহুল SUV-এর সঙ্গে এটি প্রতিদ্বন্দ্বিতা করে। এই গাড়িতে আছে অল-হুইল-ড্রাইভ প্রযুক্তি, যা প্রথমবার Rolls-Royce-এর কোনও গাড়িতে দেখা গিয়েছিল। এর শক্তিশালী 6.75-লিটার টুইন-টার্বোচার্জড V12 ইঞ্জিন তৈরি করে 583 bhp শক্তি এবং 900 Nm টর্ক, আর সর্বোচ্চ গতি পৌঁছতে পারে 250 kmph পর্যন্ত। গাড়িতে আছে 8-স্পিড অটোমেটিক গিয়ারবক্স যা পারফরম্যান্স এবং বিলাসিতাকে একসঙ্গে ধরে রাখে। এর Black Badge সংস্করণ আরও শক্তিশালী, যেখানে আউটপুট বেড়ে হয় 600 bhp এবং 900 Nm টর্ক।
ডিজাইনে বিলাসিতা ও ব্যক্তিত্বের ছাপ
প্রি-ফেসলিফট মডেল হওয়া সত্ত্বেও Cullinan তার রাজসিক ও আইকনিক ডিজাইনের জন্য আলাদা পরিচিতি রাখে। বক্সি ডিজাইন হলেও এটি নরম কার্ভ এবং ক্লাসিক Rolls-Royce ফিনিশিংয়ের কারণে আরও দর্শনীয় হয়ে ওঠে। চার-দরজা বিশিষ্ট এই SUV-তে সামনে Suicide Door এবং পিছনে প্রচলিত দরজা, যা একে অনন্য বানায়। গাড়ির ভেতরের ইন্টেরিয়র অত্যন্ত বিলাসবহুল এবং এতে বসতে পারেন মোট 5 জন।
View this post on Instagram
নার্গিস ফখরির Rolls-Royce Cullinan কেনার খবর ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলেছে। অনেক ভক্ত ও নেটিজেন তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই উপহারকে ‘ড্রিম গিফট’ বলে মন্তব্য করেছেন। নিঃসন্দেহে এই বিলাসবহুল SUV তার লাইফস্টাইলকে আরও শৈল্পিক এবং নজরকাড়া করে তুলবে।
