MG Windsor EV মহার্ঘ হল, ছ্যাঁকা লাগানো বর্ধিত মূল্যের সঙ্গে বাতিল ফ্রি চার্জিং অফারও

জানুয়ারির প্রথম থেকেই এদেশে বিক্রিত প্রায় সমস্ত গাড়ি মহার্ঘ হয়েছে। ইলেকট্রিক থেকে আইসিই, মূল্য বৃদ্ধির কোপ থেকে বাদ পড়েনি কোন মডেলই। সেই তালিকায় নাম তুলেছে…

MG Windsor EV

জানুয়ারির প্রথম থেকেই এদেশে বিক্রিত প্রায় সমস্ত গাড়ি মহার্ঘ হয়েছে। ইলেকট্রিক থেকে আইসিই, মূল্য বৃদ্ধির কোপ থেকে বাদ পড়েনি কোন মডেলই। সেই তালিকায় নাম তুলেছে MG Windsor EV। গাড়িটির দাম বাড়ার অঙ্ক শুনলে হতবাক হতে হয়! একলাফে এটি ৫০,০০০ টাকা মহার্ঘ হয়েছে। কারণ লঞ্চের পর গাড়িটির ইন্ট্রোডাক্টরি প্রাইসের মেয়াদ ফুরিয়েছে। তাই এখন গাড়িটি কিনতে ক্রেতাদের বাড়তি খরচ করতে হবে। মূল্যবৃদ্ধির পর বর্তমানে এটির দাম ১৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) শুরু হচ্ছে। এবং টপ মডেলটির দর দাঁড়িয়েছে ১৫.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Ducati এ বছর ভারতে ১৪টি নতুন মোটরসাইকেল লঞ্চ করবে! ২০২৫-এ সংস্থার ‘রেজোলিউশন’ কী

   

MG Windsor EV-র দাম বাড়ল

JSW MG Motor India-র এই মূল্যবৃদ্ধির ফলে Excite ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯,৮০০ টাকা হয়েছে, Exclusive ট্রিমের দাম ১৪,৯৯,৮০০ টাকা এবং শীর্ষ মডেল Essence ভ্যারিয়েন্টের দাম হয়েছে ১৫,৯৯,৮০০ টাকা।

ফ্রি চার্জিং অফার বাতিল

৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত যারা MG Windsor EV-এর ডেলিভারি নিয়েছিলেন, তারা MG e-hub অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফ্রি চার্জিংয়ের সুবিধা পেয়েছিলেন। MG e-hub অ্যাপ্লিকেশনটি বিভিন্ন কোম্পানির চার্জিং স্টেশনকে সংযুক্ত করেছিল এবং এক প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের গাড়ি চার্জ করতে পারতেন। তবে, নতুন বছরে এই অফার আর প্রযোজ্য নয়।

Land Rover Defender নতুন অবতারে ভারতে লঞ্চ হল, ‘হেভিওয়েট’ এই গাড়ির দাম কত?

ফ্রি চার্জিং অফার শেষ হওয়া সত্ত্বেও JSW MG Motor India এখনও প্রথম মালিকের জন্য ব্যাটারিতে লাইফটাইম ওয়ারেন্টি দিচ্ছে। দ্বিতীয় মালিক বা তার পরবর্তী মালিকদের জন্য এই ওয়ারেন্টি ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার পর্যন্ত কার্যকর করেছে কোম্পানি। এই অফারটি নতুন ইলেকট্রিক গাড়ির ক্রেতাদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেয়।

MG Windsor EV লঞ্চের প্রথম দিনেই ১৫,০০০-এর বেশি বুকিং পেয়েছিল এবং এখনও প্রতি মাসে ৩,০০০-এর বেশি ইউনিট ডেলিভারি হচ্ছে। এই গাড়ির প্রতি বাজারের প্রতিক্রিয়া সংস্থার জন্য অত্যন্ত ইতিবাচক।

ড্যামেজ প্রুফ বডি সহ 5G ফোনে 2599 টাকার ছাড়, পাবেন 64MP ক্যামেরা

Windsor EV-তে ৩৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে। যা ৩৩২ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে। বাস্তবে, গাড়িটি ২৬০ থেকে ২৮০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এই ব্যাটারি প্যাকটি একটি ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৫৫ মিনিটে চার্জ করা যায়। স্ট্যান্ডার্ড হিসাবে একটি পোর্টেবল চার্জার দেওয়া হয় এবং সংস্থা একটি ওয়াল বক্স চার্জারও অফার করে।

প্রসঙ্গত, MG Windsor EV ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে এবং ভবিষ্যতে এর জনপ্রিয়তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।