দূষণ কমাতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ মারুতির, বাজারে আনল সুইফ্ট সিএনজি, মাইলেজ তাক লাগাবে!

পরিবেশবান্ধব যানবাহন হিসেবে ভারতে সিএনজি গাড়ির চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। দূষণ প্রতিহত করতে অনেকেই আজকাল এই জাতীয় গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। তাই বিভিন্ন কোম্পানি আজকাল…

পরিবেশবান্ধব যানবাহন হিসেবে ভারতে সিএনজি গাড়ির চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। দূষণ প্রতিহত করতে অনেকেই আজকাল এই জাতীয় গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। তাই বিভিন্ন কোম্পানি আজকাল নিত্যনতুন সিএনজি মডেল বাজারে আনছে। এবারে সে পথের পথিক হল মারুতি সুজুকি (Maruti Suzuki)। নিজেদের পোর্টফোলিওতে যোগ করল আরও এক নতুন সিএনজি গাড়ি। সংস্থা লঞ্চ করল মারুতি সুজুকি সুইফ্ট সিএনজি (Maruti Suzuki Swift CNG)। এই গাড়ির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৮.১৯ লক্ষ থেকে ৯.১৯ লক্ষ টাকা। 

   

ডিজেল মডেলের বিক্রি বন্ধ করার পর থেকে সিএনজি গাড়িকে পাখির চোখ করে এগিয়ে চলেছে মারুতি সুজুকি। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ছয় লক্ষ সিএনজি গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছে কোম্পানি। চলুন Maruti Suzuki Swift CNG সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Maruti Suzuki Swift CNG

Maruti Suzuki Swift CNG মাইলেজ

সিএনজি গাড়ি যে কেবল পরিবেশবান্ধব তাই নয়, পেট্রোল-ডিজেলের তুলনায় এর মাইলেজ অনেক বেশি। সংস্থার দাবি, সুইফ্ট সিএনজি এক কেজি জ্বালানিতে ৩২.৮৫ কিলোমিটার পথ চলতে পারবে। যা কিনা সেগমেন্টের মধ্যে এই প্রথম। জানিয়ে রাখি, সুইফ্ট-এর পেট্রোল ম্যানুয়াল থেকে ২৪.০৮ কিলোমিটার এবং এএমটি ট্রান্সমিশন থেকে ২৫.৭৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়।

125 সিসি সেগমেন্টে জোর, বাজার তোলপাড় করতে হিরো আনছে আরও এক নয়া স্কুটার

Maruti Suzuki Swift CNG স্পেসিফিকেশন

মারুতি সুজুকি Swift-এর থ্রি-সিলিন্ডার ইঞ্জিন নতুনভাবে তৈরি করেছে। এটি থেকে ৫,৭০০ আরপিএম গতিতে ৬৮.৭৯ বিএইচপি শক্তি এবং ২,৯০০ আরপিএম গতিতে ১০১.৮ এনএম টর্ক উৎপন্ন হবে। আবার পেট্রোলে চলার সময় ৮১ বিএইচপি শক্তি এবং ১১২ এনএম টর্ক পাওয়া যাবে। ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স (কেবলমাত্র পেট্রোল পাওয়ারট্রেন) এবং ৫-স্পিড এএমটি বিকল্পে কেনা যাবে।

মারুতি সুজুকি সুইফ্ট সিএনজি VXi, VXi(O) ও ZXi-এই তিন ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। উল্লেখ্য, মারুতি এই প্রথম তাদের কোন গাড়ির ZXi ভ্যারিয়েন্ট সিএনজি ভার্সনে আনল। এই তিন ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮.১৯ লক্ষ, ৮.৪৬ লক্ষ এবং ৯.১৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।