রাত পোহালেই Maruti Suzuki-র নতুন SUV পা রাখছে দেশের বাজারে, কেমন হবে?

ভারতের অটোমোবাইল মার্কেটে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে Maruti Suzuki। আগামীকাল, ৩ সেপ্টেম্বর ২০২৫-এ সংস্থাটি লঞ্চ করবে তাদের নতুন SUV, যা হবে Arena ডিলারশিপ…

New Maruti Suzuki SUV Launching Tomorrow

ভারতের অটোমোবাইল মার্কেটে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে Maruti Suzuki। আগামীকাল, ৩ সেপ্টেম্বর ২০২৫-এ সংস্থাটি লঞ্চ করবে তাদের নতুন SUV, যা হবে Arena ডিলারশিপ নেটওয়ার্কের ফ্ল্যাগশিপ মডেল। নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে গাড়িটির নাম হতে পারে Victoris বা Escudo। Nexa নেটওয়ার্কে বিক্রি হওয়া প্রিমিয়াম মডেলগুলির তুলনায় Arena-র ব্যাপক পৌঁছনোর কারণে, এই নতুন SUV হবে কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ।

গ্র্যান্ড ভিটারা ভিত্তিক নতুন নকশা

খবরে জানা গিয়েছে, আসন্ন SUVটি তৈরি হয়েছে Grand Vitara-র প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। ইতিমধ্যেই দেখা স্পাই শটগুলোতে এর সিলুয়েট প্রায় মিল পাওয়া গিয়েছে গ্র্যান্ড ভিটারার সঙ্গেই। তবে একে আলাদা করে তুলতে মারুতি কিছু কসমেটিক পরিবর্তন আনতে চলেছে। যেমন— ফ্রন্ট গ্রিল, হেডল্যাম্প ও টেইলল্যাম্প ডিজাইনে নতুনত্ব এবং এক্সটেরিয়রের কিছু বিশেষ অ্যাড-অন যা Arena ব্র্যান্ডের আলাদা পরিচয় তৈরি করবে।

   

ফিচারসমৃদ্ধ আধুনিক কেবিন

ইন্টেরিয়রের দিক থেকেও এই SUV বেশ সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। এতে থাকতে পারে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং স্মার্ট কানেক্টিভিটি ফিচার। তবে সবচেয়ে বড় চমক হতে পারে Level 2 ADAS প্রযুক্তি, যা ভারতের বাজারে মারুতি সুজুকির (Maruti Suzuki) প্রথম কোনো মডেলে দেখা যাবে। এই উন্নত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম গাড়িটিকে করবে আরও নিরাপদ ও প্রিমিয়াম।

রয়েছে সেল্ফ-ব্যালেন্সিং সিস্টেম, ভবিষ্যতের ই-স্কুটার আনল BMW

Advertisements

শক্তিশালী ইঞ্জিন বিকল্প

ইঞ্জিনের ক্ষেত্রে নতুন SUV গ্র্যান্ড ভিটারার মতোই অপশন অফার করবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ গ্রাহকরা পাবেন পেট্রোল ও CNG ভ্যারিয়েন্ট, পাশাপাশি থাকতে পারে স্ট্রং হাইব্রিড টেকনোলজি। এতে জ্বালানি দক্ষতা যেমন বাড়বে, তেমনি পরিবেশবান্ধব দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রান্সমিশনের ক্ষেত্রে থাকবে ৫-স্পিড ম্যানুয়াল, ৬-স্পিড অটোমেটিক এবং e-CVT গিয়ারবক্স।

Arena ডিলারশিপের মাধ্যমে এই ফ্ল্যাগশিপ SUV লঞ্চ করার মূল উদ্দেশ্য হল আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছনো। Nexa মডেলগুলির তুলনায় Arena নেটওয়ার্ক ভারতের প্রত্যন্ত অঞ্চলেও বিস্তৃত। তাই এই SUV শুধু শহুরে গ্রাহক নয়, গ্রামীণ ও সেমি-আর্বান মার্কেটেও সমান জনপ্রিয়তা অর্জন করতে পারে।

সব মিলিয়ে, মারুতি সুজুকির (Maruti Suzuki) নতুন SUV ভারতের বাজারে আরও একবার প্রতিযোগিতার আঁচ বাড়াবে। আধুনিক ফিচার, একাধিক ইঞ্জিন বিকল্প এবং সম্ভবত ADAS-এর মতো প্রিমিয়াম প্রযুক্তি— সব কিছু মিলিয়ে এটি গ্র্যান্ড ভিটারার থেকেও অনেক বেশি গ্রাহক টানতে সক্ষম হতে পারে। আগামীকাল অফিসিয়াল লঞ্চের পরেই জানা যাবে, SUV-প্রেমীদের জন্য মারুতির এই নতুন সংযোজন কতটা সফল হয়।